O Nodire Tui Vangli Amar Ghor Lyrics (ও নদীরে তুই ভাংলি আমার ঘর). Enjoy the lyrics in Bangla and English font.
Song Credits
Song : O Nodire Vangli Amer Ghor
Singer : Sadman Sakib
Lyric: @Saim Al Hasan Official & somaiya hasan
Tune : Saim al hasan
Sound Design: joynal abedin ekatto
Flim Director: Abu Bokor Siddik
Production: Tune hut
O Nodire Tui Vangli Amar Ghor Lyrics
ও নদীরে তুই ভাংলি আমার ঘর,
তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর-২
সকাল দুপুর সাজে, তোর কিনারে বসে -২
করতাম কতগুনো গান তোর
ভাংলি আমার ঘর, তুই করলি আমায় পর-২
তোর কিনারে মাটি দিয়ে বাঁধা ছিল ঘর
ভাবিনি কখনো তুই হয়ে যাবি পর-২
ভাবলিনা তুই আমার কথায় হায়,
অশ্রু এসে দুচোখ ভরে যায়-২
আমিতো ভাবিনি তোকে পড়,
বাঙালি আমার ঘর,তুই করলি আমায় পর-২
ও নদীরে তুই ভাংলি আমার ঘর,
তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর
আপন বলে ভেবে ছিলাম, আসুক যত ঝড়,
তোর কিনারে থাকবে ভালো আমার ছোট ঘর-২
কিন্তু এমন করলি কেন বল,
আমার সাথে করলি বড় ছল-২
আমি তো ভাবিনি তোকে পর,
বাঙালি আমার ঘর, তুই করলি আমায় পর- ২
ও নদীরে তুই ভাংলি আমার ঘর,
তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর
সকাল দুপুর সাজে, তোর কিনারে বসে -২
করতাম কতগুনো গান তোর
ভাংগি আমার ঘর, তুই করলি আমায় পর-২
ভাংগি আমার ঘর, তুই করলি আমায় পর