O Sundori Romoni Mp3 Song Lyrics (ও সুন্দরী রমনী) is new Bangla song 2020. This song is sung by Tasrif khan. It is Tasrif khan Original Track 51. O Sundori Romoni is Kureghor band new song. This song lyrics created by Tasrif khan Himself.

Song Credits

Song Name: O Sundori Ramani Lyrics
Lyric & Tune: Tasrif Khan
Label: Kureghor Band
Guitar and Music: Tasrif Khan

O Sundori Romoni Lyrics in Bengali

ও সুন্দরী রমণী
বাপের টাকায় ফুটানি
আটা ময়দার সাজুনি
আর ছেলে চাও খানদানি৷

তুমি টিকটকের সুপারস্টার
হাজার হাজার ফলোয়ার
কেমন যেন ব্যাবহার
বেইল নাই যে আর তোমার৷

শেষ হলো মাথায় ভেঙে কাঠাল খাওয়ার দিন।
যানি, ফিল্টারে চেহারাটা করেছ রঙিন৷
তোমার ভোলাভালা চাহনিতে কাজ হবে না আর
এবার সময় হলো মুখের উপর বলে দেবার।

ও সুন্দরী রমণী
বাপের টাকায় ফুটানি
আটা ময়দার সাজুনি
আর ছেলে চাও খানদানি৷

তুমি টিকটকের সুপারস্টার
হাজার হাজার ফলোয়ার
কেমন যেন ব্যাবহার
বেইল নাই যে আর তোমার৷

তুমি বাপের বড় ছেলেদেরও ডাক নামধরে ৷
তোমার কমনসেন্সের এত অভাব হয় কেমন করে?
নিজে অনার্স বিএ পাশ না করেই চাও বিসিএস স্বামি
হিপোক্রেসির ত ভাই লিমিট আছে বুঝবা কবে তুমি?

শেষ হলো মাথায় ভেঙে কাঠাল খাওয়ার দিন।
যানি, ফিল্টারে চেহারাটা করেছ রঙিন৷
তোমার ভোলাভালা চাহনিতে কাজ হবে না আর
এবার সময় হলো মুখের উপর বলে দেবার।

ও সুন্দরী রমণী
বাপের টাকায় ফুটানি
আটা ময়দার সাজুনি
আর ছেলে চাও খানদানি৷

তুমি টিকটকের সুপারস্টার
হাজার হাজার ফলোয়ার
কেমন যেন ব্যাবহার
বেইল নাই যে আর তোমার৷

ছেলে হলে বুঝতা কত ধানে কত চাল
বেকার ঠোটে মিস্টি খেলেও লাগত ঠোটে ঝাল
আরে বুচ্ছি তুমি মহারানি, চাদের দেশে থাক
এখন ব্যাস্ত আমি সাইডে দাড়াও একটু শান্তি রাখ।

শেষ হলো মাথায় ভেঙে কাঠাল খাওয়ার দিন।
যানি, ফিল্টারে চেহারাটা করেছ রঙিন৷
তোমার ভোলাভালা চাহনিতে কাজ হবে না আর
এবার সময় হলো মুখের উপর বলে দেবার।

ও সুন্দরী রমণী
বাপের টাকায় ফুটানি
আটা ময়দার সাজুনি
আর ছেলে চাও খানদানি৷

তুমি টিকটকের সুপারস্টার
হাজার হাজার ফলোয়ার
কেমন যেন ব্যাবহার
বেইল নাই যে আর তোমার৷

ও সুন্দরী রমণী
বাপের টাকায় ফুটানি
আটা ময়দার সাজুনি
আর ছেলে চাও খানদানি৷

তুমি টিকটকের সুপারস্টার
হাজার হাজার ফলোয়ার
কেমন যেন ব্যাবহার
বেইল নাই যে আর তোমার৷

ও সুন্দরী রমনী লিরিক্স 

O shundori romoni
Baper takay futani…
Ata moydar sajuni..
Ar cele cau khandani…
Tumi tik tok er superstar
Hajar hajar follower.
Kemon jeno bebohar.
Bain nai je r tumar.

This Post Has One Comment

  1. Ryan

    can i get the chords of this nice songs

Leave a Reply