Ochena Obhimaner Gaan Lyrics sung by Minar Rahman. The song is written by Minar Rahman and music arranged by Shaker Raza. See ochena ovimaner gaan lyrics in Bangla and Engish font.

Song Credits

Bengali Song : Ochena Obhimaner Gaan
Singer : Minar Rahman
Composition : Minar Rahman
Lyrics & Tune : Minar Rahman
Music Arrangement : Shaker Raza
Mixing & Mastering : Shaker Raza
Direction : Minar Rahman

Ochena Obhimaner Gaan Lyrics In Bengali 

হারিয়ে যাবার আগে

বদলে যাবার আগে,

জেনেছি শুধু তোমার নাম।

না বলা কথার বাঁকে

পুরোনো বইয়ের ফাঁকে,

পড়ে ছিল শুধু চিঠির খাম।

তুমিও হঠাৎ হারিয়ে গেলে অজানায়

স্বপ্নরা কোথায় মিলিয়ে গেলো

অচেনা ঠিকানায়।

হারিয়ে যাবার আগে

বদলে যাবার আগে,

জেনেছি শুধু তোমার নাম।

নানা নানা নানা না…

কত স্মৃতির আড়ালে

কত জোছনা হারালে,

কত বৃষ্টির ফোঁটায়।

কত কান্না হারায়

তুমি আগের মতো আছো কিনা

তা জানি না, তা জানি না।

আমিও বদলে যাবার মিছিলে

বদলে গিয়েছি, বদলে গিয়েছি।

সময় ফুরিয়ে গেলে

স্মৃতিরা ডানা মেলে

উড়ে উড়ে যায় আপন ঠিকানায়।

তুমিও বদলে গেলে

কোথায় হারিয়ে গেলে

খুঁজি তোমাকে ভুল ইশারায়।

দূর থেকেই

তোমায় দেখেছি একা দাঁড়িয়ে,

তোমায় নিয়ে লেখা কবিতা গুলো

সব কোথায় পালিয়ে।

হারিয়ে যাবার আগে

বদলে যাবার আগে,

জেনেছি শুধু তোমার নাম।

নানা নানা নানা না…

Leave a Reply