Olpo Boyosh Song Lyrics is a Bengali Folk Song. The lyricist of the song is Sanjit Acharjee. Ananya Acharjee is the singer of the song. Guitar is played by Sumon. Adnan Rushdi is the drummer. Download Olpo Boyosh mp3 Song Lyrics in Bangla and English Font.

Song Credits

  • Jk Majlish feat. Ananya Acharjee
  • Song: Olpo Boyosh
  • Lyric & Tune: Sanjit Acharjee
  • Keyboard: Jk Majlish,
  • Guitar: Sumon,
  • Bass: Kakon J A,
  • Drums: Adnan Rushdi
  • Percussions: Zico, Flute: Sohag

Olpo Boyosh Song Lyrics Bengali

আয় মনের মতো সাজিলাম , আয়না ধরে মুছাইলাম
মনের মতো সাজিলাম , আয়না ধরে মুছাইলাম
পাড়া পড়শী ব্যাকুলো হয়, আমি নাকি সুন্দরী
অল্প বয়স হালে না হচ্চু কেউ আর মনচুরি
অল্প বয়স হালে না হচ্চু কেউ আর মনচুরি
মনের মতো সাজিলাম , আয়না ধরে মুছাইলাম
পাড়া পড়শী ব্যাকুলো হয়, আমি নাকি সুন্দরী
অল্প বয়স হালে না হচ্চু কেউ আর মনচুরি
অল্প বয়স হালে না হচ্চু কেউ আর মনচুরি
প্রাণ রসে ঠোঁট লাল গড়ি, হাততুল ফাতা বাতেল টোরি
দুই চোখট কাজল দিলাম যতন গড়ি
প্রাণ রসে ঠোঁট লাল গড়ি, হাততুল ফাতা বাতেল টোরি
দুই চোখট কাজল দিলাম যতন গড়ি
ফুলোর সারি পিন্দিলাম চুলোর বেণী বান্ধিলামঃ
ফুলোর সারি পিন্দিলাম চুলোর বেণী বান্ধিলামঃ
নাকেতে দিলাম নোলক, হাতে দিলাম চুরি
অল্প বয়স হালে না হচ্চু কেউ আর মনচুরি
অল্প বয়স হালে না হচ্চু কেউ আর মনচুরি
পুও রসে আলতা বানাই, দুহাতে মেহেদী লাগাই
হাটে যাইতে নুপুর বাজে শব্দ করি
পুও রসে আলতা বানাই, দুহাতে মেহেদী লাগাই
হাটে যাইতে নুপুর বাজে শব্দ করি
বাড়ি আমার চট্টগ্রাম, অনন্যা আমার নাম
ওরে বাড়ি আমার চট্টগ্রাম, অনন্যা আমার নাম
নিজে তো না বুঝিলাম, হায় কেন সুন্দরী
অল্প বয়স কালে না হচ্চু কেউ আর মনচুরি
অল্প বয়স কালে না হচ্চু কেউ আর মনচুরি
আয় মনের মতো সাজিলাম , আয়না ধরে মুছাইলাম
মনের মতো সাজিলাম , আয়না ধরে মুছাইলাম
পাড়া পড়শী ব্যাকুলো হয়, আমি নাকি সুন্দরী
অল্প বয়স হালে না হচ্চু কেউ আর মনচুরি
অল্প বয়স হালে না হচ্চু কেউ আর মনচুরি
অল্প বয়স হালে না হচ্চু কেউ আর মনচুরি
অল্প বয়স হালে না হচ্চু কেউ আর মনচুরি

Leave a Reply