Onner Shohore Lyrics (অন্যের শহরে) is a new song directed by Samz Vai. K Nazmul is the singer of the song. It is from the album onner sohore. Lyrics and tune is written by K Nazmul. Mix Master is also the same person. Download Onner Shohore Lyrics in Bangla and English Font.
Song Credits
- Song: Onner Shohore
- Singer: K Nazmul
- Album: Onner Shohore
- Lyrics & Tune: K Nazmul
- Mix Master: K Nazmul
Onner Shohore Lyrics Bengali Font
কোথায় যাবি উড়িয়া আমারে ছাড়িয়া
কোন শহরে বানাবি বাসা
মনের মানুষ মনের ভিতর আগুন লাগাইছে
ভালোবাসার সোনা পাখি কই হারাইছে
তরে খুজে আমার মন হয়েছে ব্যাকুল
কোথায় হারালি অরে আমার প্রিয়জন
কোথায় যাবি বল তুই আমারে ছাড়িয়া
তরে ছাড়া একা যাবো রে মরিয়া
কোথায় যাবি বল তুই আমারে ছাড়িয়া
তরে ছাড়া একা যাবো রে মরিয়া
ধিরে ধিরে যাচ্ছে তুমি অন্যের শহরে
এখন কি বলনা আমায় মনে পড়ে
ভুলে গেছ আমাকে ভুলে গেছো মায়া
আর কখনো জানি দেখবে না ছায়া
ভুলে যাবে আমাকে নতুন কোন টানে
আমার মনে কত ব্যাথা এই খুদা জানে
কোথায় যাবি বল তুই আমারে ছাড়িয়া
তরে ছাড়া একা যাবো রে মরিয়া
কোথায় যাবি বল তুই আমারে ছাড়িয়া
তরে ছাড়া একা যাবো রে মরিয়া
কোথায় যাবি বল তুই আমারে ছাড়িয়া
তরে ছাড়া একা যাবো রে মরিয়া