Ontohin Icche Gulo Lyrics (অন্তহীন ইচ্ছে) is by Kona, Shoyeb. Lyrics by Pradip Saha. Tune and Music by Abid Rony. Ontohin Icche Gulo Opekkha te Roy Lyrics in Bengali label is Eagle Music. Starring by Zaher Alvi, Subha, Afjal Sujon. Download Ontohin Icche Gulo mp3 song Lyrics in Bangla and English Font.

Song Credits

  • Song -: Ontohin Icche gulo
  • Lyrics -: Pradip Saha
  • Dilshad Kona and Shoyeb
  • Tune & Music -: Aabid Rony
  • Label -: Eagle Music
  • Starring -: Zaher Alvi, Subha, Afjal Sujon

Ontohin Icche Gulo Lyrics

অন্তহীন ইচ্ছে গুলো অপেক্ষাতে রয়
কে যেন দরজা নেড়ে বলে এখনই সময়।
অন্তহীন ইচ্ছে গুলো অপেক্ষাতে রয়
কে যেন দরজা নেড়ে বলে এখনই সময়।
ভালোবাসা কারণে অকারণে এমনই কি হয়
আমি প্রেমে পড়েছি বলে কেন এতো ভয়।
ভালোবাসা কারণে অকারণে এমনই কি হয়
আমি প্রেমে পড়েছি বলে কেন এতো ভয়।
কেন এতো ভয়?
অন্তহীন ইচ্ছে গুলো অপেক্ষাতে রয়
কে যেন দরজা নেড়ে বলে এখনই সময়।
যার ছোয়াতে হায় পৃথিবী হাঁসে,
যার অভিমানে হায় বৃষ্টি আসে,
যার বিস্বাসে নিঃস্বাস চলে,
যার কারণে প্রেম কথা বলে,
ও ও ও তাকে নিয়ে কেন এতো ভয় ?
না বলা যত সুপ্ত কথা মেলে ধরে পরিচয়
পিছন থেকে টানছে দ্বিধা সামনে থেকে নয়।
না বলা যত সুপ্ত কথা মেলে ধরে পরিচয়
পিছন থেকে টানছে দ্বিধা সামনে থেকে নয়।
ভালোবাসা কারণে অকারণে এমনই কি হয়
আমি প্রেমে পড়েছি বলে কেন এতো ভয়।
ভালোবাসা কারণে অকারণে এমনই কি হয়
আমি প্রেমে পড়েছি বলে কেন এতো ভয়।
কেন এতো ভয়?
কেন এতো ভয়?
অন্তহীন ইচ্ছে গুলো অপেক্ষাতে রয়
কে যেন দরজা নেড়ে বলে এখনই সময়।
বোঝেনা মন বোঝেনা আমায় ধরে রাখে সংশয়
কেন হাঁটে বাঁকা পথে সোজা পথে নয়।
বোঝেনা মন বোঝেনা আমায় ধরে রাখে সংশয়
কেন হাঁটে বাঁকা পথে সোজা পথে নয়।
ভালোবাসা কারণে অকারণে এমনই কি হয়
আমি প্রেমে পড়েছি বলে কেন এতো ভয়।
ভালোবাসা কারণে অকারণে এমনই কি হয়
আমি প্রেমে পড়েছি বলে কেন এতো ভয়।
অন্তহীন ইচ্ছে গুলো অপেক্ষাতে রয়
কে যেন দরজা নেড়ে বলে এখনই সময়।

Leave a Reply