Ontor Puira Gela Lyrics (অন্তর পুইড়া গেলা) is a New Bangladeshi Song by Safiq Rasel. It is Form The YouTube Channel “G Series Music” Which is composed By Shafiq Rasel. And directed by Ahmed Nayeem. The label of the song is Agniveena. Download Ontor Puira Gela mp3 song lyrics in Bangla and English font.

Song Credits

  • Ontor Puira Gela Lyrics
  • Credit
  • Song – Ontor Puira Gela (অন্তর পুইড়া গেলা)
  • Singer – Shafiq Rasel
  • Lyric & Tune – Shafiq Rasel
  • Director – Ahmed Nayeem
  • Language – Bangla
  • Label – Agniveena

Ontor Puira Gela Bangla Lyrics

অন্তর পুইড়া গেলা
ওরে রঙিন পাখি।
ভিতরের নিলে আমি
দিবানিশি পুড়ি রে দিবানিশি মরি ।।

জ্বালাবার ক্ষনে ক্ষনে
ডাকে কাজল আঁখি ।।

আকুল পরানে আমি
তোমায় শুধু খুঁজি রে
তোমায় শুধু খুঁজি ।।

বাউল বানায়া গেলা
বন্দর পুইড়া গেলা
ওরে ঘাটের মাঁঝি ।।

মরনের আগিনাই
তোমার গান বান্ধি রে
তোমার গান বান্ধি ।।

জলেতে ভাইসা গেল
আমার সাধের তরি
উজানে বইসা আছি
তুমি গেছ ভাটি ।।

দক্ষিনা বাতাসে ঝড়েরও আভাসে
ফাগুনে ফুল আসে না ।
আমারও বিহনে স্বভাবে গোপনে
আমাতে আমি থাকি না ।।

দক্ষিনা বাতাসে ঝড়েরও আভাসে
ফাগুনে ফুল আসে না ।
তোমারও বিহনে স্বভাবে গোপনে
আমাতে আমি থাকি না ।।

থাকিতা তুমি যদি
থাকিতাম আমায় আমি ।
ফুলেরও সুভাসে মাতাল হতাম আমি
বাসি ভালো আড়ালে বসি ।।

উজানে বইসা আছি
তুমি গেছ ভাটি ।।

শীতল নীল শীতে, বিরহের নেশাতে
কিছুতে ঘোর কাটে না ।।

মায়ারও এই ফলে ডুবিলাম অতলে
পাখি তোর দেখা মেলে না

আসিতা তুমি যদি
আসিতাম তাহলে আমি
**** ওই তালে তালে
মজিতাম তোমায় আমি।
ডালে বাসি মাঁঝি পর বাসি ।।

উজানে বইসা আছি
তুমি গেছ ভাটি ।।

Ontor Puira Gela Lyrics English

Ontor Puira Gela ore rongin pakhi
Vitore nile ami dibanishi puri, dibanishi mori
Jalabar khone khone dake kajol akhi
Akul porane ami tomay sudhu khuji re tomay sudhu khuji
Baul banay gela, bondor puira gela, ore ghater majhi
Moroner anginay ami tomar gaan bandhi re tomar gaan bandhi

Leave a Reply