Pasher Barir Shumi is a funny yet beautiful song sung by singer Saju. Lyric and Tune By Saju Ajmed. Music of the song is done by Tofi Renar. Label of the song is Agniveena. So, enjoy Pasher Barir Shumi Lyrics in Bangla Font.
Song Credits
- Song : Pasher Barir Shumi
- Singer : Saju
- Lyric & Tune : Saju Ahmed
- Music : Tofi Renar
- Album : Pasher Barir Shumi
- Language : Bengali
- Label : Agniveena
পাশের বাড়ির সুমির সাথে তোমার কি লিরিক্স
পাশের বাড়ির সুমির সাথে তোমার কি?
পাশের বাড়ির সুমির সাথে তোমার কি?
ও যদি যায় জানালায়, তুমি যাও বারান্দায়
ও যদি যায় জানালায়, তুমি যাও বারান্দায়
প্রতিদিন কিসের এত হাসাহাসি?
চুপি চুপি কিসের এত দেখা দেখি?
আর যদি কোনোদিন করো দেখা দেখি
পত্রিকাতে করবো আমি লেখা লেখি
আর যদি কোনোদিন করো দেখা দেখি
পত্রিকাতে করবো আমি লেখা লেখি
পাড়া পড়শী জানবে তোমার ব্যাপার টা কি
পাড়া পড়শী জানবে তোমার ব্যাপার টা কি
পাশের বাড়ির সুমির সাথে তোমার কি?
পাশের বাড়ির সুমির সাথে তোমার কি?
ও যখন যায় ইস্কুলে, তুমি যাও সাইকেলে
ও যখন যায় ইস্কুলে, তুমি যাও সাইকেলে
আর চোখে কিসের এত চোখাচোখি?
হাত ইশারায় কিসের এত ডাকাডাকি?
পাশের বাড়ির সুমির সাথে তোমার কি?
পাশের বাড়ির সুমির সাথে তোমার কি?
জানবে যখন আসল ব্যাপার পাড়া পড়শী
সালিশ ডেকে করবে বিচার ময় মুরুব্বী
জানবে যখন আসল ব্যাপার পাড়া পড়শী
সালিশ ডেকে করবে বিচার ময় মুরুব্বী
মান সম্মান সব ধুলোর সাথে যাবে মিশি
মান সম্মান সব ধুলোর সাথে যাবে মিশি
ও যখন যায় স্কুল এর সামনে ,
তুমি যাও ঝালবুট দোকানে
ও যখন যায় স্কুল এর সামনে ,
তুমি যাও ঝালবুট দোকানে
পাশাপাশি কিসের এত চাওয়া চাওয়ি?
ঝালবুটের দোকানে কিসের এত খাওয়া খাওয়ই?
পাশের বাড়ির সুমির সাথে তোমার কি?
পাশের বাড়ির সুমির সাথে তোমার কি?
ও যদি যায় জানালায়, তুমি যাও বারান্দায়
ও যদি যায় জানালায়, তুমি যাও বারান্দায়
প্রতিদিন কিসের এত হাসাহাসি?
চুপি চুপি কিসের এত দেখা দেখি?
পাশের বাড়ির সুমির সাথে তোমার কি?
পাশের বাড়ির সুমির সাথে তোমার কি?
পাশের বাড়ির সুমির সাথে তোমার কি?
পাশের বাড়ির সুমির সাথে তোমার কি?
Pasher Barir Shumi in English Font
Pasher barir sumir sathe tomar ki?
Pasher barir sumir sathe tomar ki?
O jodi jay janalay tumi jao baranday
O jodi jay janaly tumi jao baranday
Protidin Kiser eto Hasahasi?
Chupi chupi kiser eto dekha dekhi?