The song “Phulkishori Lyrics” is a Bengali track sung by Chakropani Dev and features Poulami Biswas. The music is composed by Tamalika Golder, while the lyrics are written by Nabendu Pal. The music video is directed by Ayan Banerjee.

Song Credits

Song : Phulkishori
Vocals, Dotara, Dubki And Madol : Chakropani Dev
Lyrics : Nabendu Pal
Composition : Tamalika Golder
Produced by : Tamalika – Debdeep

Phulkishori Lyrics In Bengali

বাজিয়ে কাঁকন ফুলকিশোরী এসো বেনুবনে

নিভে গেলে আঁচলবাতি জোছনা গোপন মনে,

বাজিয়ে কাঁকন ফুলকিশোরী এসো বেনুবনে

নিভে গেলে আঁচলবাতি জোছনা গোপন মনে। 

এমন যদি ঝিনুক নদী, হারায় আঁখিপাতে

তুমি ভোমরা হয়েই এসো, বরষা মধুরাতে। 

বাজিয়ে কাঁকন ফুলকিশোরী এসো বেনুবনে

নিভে গেলে আঁচলবাতি জোছনা গোপন মনে।। 

মধ্যরাত, এ মধুমাস, বাগানবিলাস

বুকের মধ্যে ঝরে,

আহামরি, নীলাম্বরী, সোনার তরী

ডুবলো অগোচরে। 

খুঁজি তারে স্বয়ম্বরে মৌরি পাতার দেশে

কাচপোকা হয়ে ফুটলো তারা এলোকেশে,

খুঁজি তারে স্বয়ম্বরে মৌরি পাতার দেশে

কাচপোকা হয়ে ফুটলো তারা এলোকেশে। 

বাজিয়ে, বাজিয়ে 

বাজিয়ে কাঁকন ফুলকিশোরী এসো বেনুবনে

নিভে গেলে আঁচলবাতি জোছনা গোপন মনে,

বাজিয়ে কাঁকন ফুলকিশোরী এসো বেনুবনে

নিভে গেলে আঁচলবাতি জোছনা গোপন মনে।। 

Phulkishori Lyrics In English

Bajiye kakon Phulkishori esho benubone

Nibhe gele acholbaati jochna gopon mone

Emon jodi jhinuk nodi harau ankhipaate

Tumi bhomra hoyei esho borsha modhuraate

Moddhoraat e modhumas baganbilash

Buker moddhe jhore

Ahamori nilambori sonar tori dublo ogochore

Khuji taare soyombore mouri patar deshe

Kachpoka hoye futlo tara elokeshe

Bajiye kakon Fulkishori esho benubone

Nibhe gele ancholbaati jochna gopon mone

Leave a Reply