Please Obhabe Takio Na Lyrics is a new romantic song from the house of The Bong Studio. This is a duet song. Singers of the song are Pratik, Sudeshna. It is also starring Pratik and Sudeshna themselves. The song is coming before the valentines day. So, enjoy the lyrics of Please Ovabe Takio Na in Bangla and English Font.
Song Credits
- Song: Please Obhabe Takio Na
- Singer: Pratik, Sudeshna
- Label: The Bong Studio
Please Obhabe Takio Na Lyrics in Bengali
ওভাবে তাকিও না
পাগল হয়ে যেতে পারি আমি
কেনো এভাবে তাকাবো না
পাগল হলে হয়ে যাও তুমি
তুমি মানে অযথাই মন কেমন
হতে পারি ঠিক তুমি চাও যেমন
কোনো অজানা সকালে
আজও তোমাকে না পেলে
আমি স্বৃতী খুজে তোমাকে সাজাই
একটু চাই তোমায় পাশে
বায়না আজ মনের কাছে
কিভাবে তোমাকে বলবো বলো
হারিয়ে ফেলেছি আমি
নিজেকে তোমার দুচোখের ভিড়ে
মনের তীরে চলে আয়না তুই
বায়না আজ
ওভাবে তাকিও না
পাগল হয়ে যেতে পারি আমি
হ্যা যেতে পারি আমি
রূপকথার ই গলপো হলে
অনুভূতি শব্দ পেলে
বৃষ্টি জলে মন ভেজালে
কেমন হতো বল
কেমন হতো বল
বাসতে ভালো ইচ্ছে হলো
ডাক নামে তাই প্রেম পাঠালো
প্রেম পাঠালো
এই শহরের যত আলো
তোমারই নামেতে লিখে দিতে পারি
মেঘ পালকের ইচ্ছে ডানায়
মেঘ পালকের ইচ্ছে ডানায়
বাস্তবে আর কল্পনায়
মিলছে নদীর শেষ সীমানায়
হারিয়ে ফেলেছি আমি
নিজেকে তোমার দুচোখের ভিড়ে
মনের তীরে চলে আয়না তুই
বায়না আজ
ওভাবে তাকিও না
পাগল হয়ে যেতে পারি আমি
হ্যা যেতে পারি আমি
প্লীজ ওভাবে তাকিও না
কেনো এভাবে তাকাবো না
শোনো শোনো শোনো শোনো শোনো
ওভাবে তাকিও না
কেনো এভাবে তাকাবো না?