Por Manushe dukkha Dile Lyrics (পর মানুষে দুঃখ দিলে) is a sad Bengali song sung by Masum. Akash Dewas has created the lyrics of the song. Ahmed Sajeeb has created the music of the track. The sad song is starring Sneha and Niloy. Download Por Manushe dukkha Dile mp3 song Lyrics (পর মানুষে দুঃখ দিলে) in Bangla and English Font.
Song Credits
- Song : Por Manushe Dukkho Dile
- Singer : Masum
- Lyrics, Tune : Akkas Dewan
- Music : Ahmed Sajeeb
- Label : CD Choice Music
- Model : Sneha, Niloy
- Edit & Color : Masud Rana
- DOP : Sumon Imran
- Direction : CD Choice Music Team
Por Manushe Dukkha Dile Lyrics Bengali
পর মানুষে দু: খ দিলে দু: খ মনে হয় না,
আপন মানুষ দু: খ দিলে মেনে নেয়া যায়না।
সবার একজন মনের মানুষ প্রানের মানুষ থাকে,
মনও প্রান উজাড় করে ভালোবাসে তাকে।
ভালোবাসে যে যাকে কস্ট যেন দেয়না।
আপন মানুষ দু: খ দিলে মেনে নেয়া যায়না।
পাথরের আঘাতে কেউ খুশিতে হাসে,
ফুলের আঘাত পাইয়া আবার কেদে পুলায় মিশে।
পাথারের আঘাত সয় প্রানে, ফুলের আঘাত সয়না।
আপন মানুষ দু: খ দিলে মেনে নেয়া যায়না।
ভালো লাগলে সার্থ ভুলে ভালোবাসি ও
ভালো যারে ভাসিয়াছো ভালোবেেস যেয়ো।
আক্কাস দেওয়ান মরলে কইয়ো সে যেন চোয় না।
আপন মানুষ দু: খ দিলে মেনে নেয়া যায়না।
পর মানুষে দু: খ দিলে দু: খ মনে হয় না,
আপন মানুষ দু: খ দিলে মেনে নেয়া যায়না।