Porichoy Song Lyrics (পরিচয়) is a breathtaking song. The Song Is Sung by Anupam Roy, a renowned singer from Kolkata. Nijer Porichoy Nijer Bhashay Khuje Nao Song Lyrics is written by Anupam Roy himself. Piano, organ and programming by Nabarun Bose. Recorded, Mixed And Mastered by Srirup Chatterjee. Enjoy the full lyrics in Bangla and English Font.

Song Credits

  • Song : Porichoy
  • Music, lyrics, vocals & acoustic guitar : Anupam Roy
  • Electric guitar : Rishabh Ray
  • Bass guitar : Kaustav Biswas
  • Director : Sandipan Parial
  • Editor : Debmalya Mukherjee
  • DOP : Surajit Dawn, Sourav Chatterjee
  • Subtitle : Piya Chakraborty
  • Copyright : Anupam Roy Creations (ARC)

Porichoy Song Lyrics In Bengali Font

যদি ওরা তোমায় চিনতে চেয়ে
প্রশ্ন করে বলো তুমি কে?
হাসি মুখে জবাব দিও ভাই
সবার উপরে মানুষ সত্য
তাহার উপরে নাই।

যদি ওরা হিংসা বেচে খায়
উগ্রবাদের বিষ ঢালতে চায়,
তুমি ওদের ফুলের গন্ধ দাও
যুক্তিবাদের তর্কে জিতে যাও।

নিজের পরিচয় নিজের ভাষায় খুঁজে নাও
ঘৃণার পতাকা উড়তে দিয়ো না,
নিজের পরিচয় নিজে তৈরি করে নাও
ধর্মের শেকলে মানুষকে বেঁধো না।

হিন্দু বা মুসলমান হতে চাই না
তা বলে বৌদ্ধ কিংবা খ্রিষ্টান হতেও চাই না,
বিবেধের সব দেয়াল ভেঙে ফেলে
আমি ধর্মে নেই তাই জিরাফেও থাকবো না।

যদি কেউ গাইতে না দেয় গান
যদি চায় পুড়িয়ে ফেলতে প্রাণ,
সেই আগুন তুমি কেড়ে নাও
প্রতিবাদের মশাল জ্বেলে দাও।

নিজের পরিচয় নিজের ভাষায় খুঁজে নাও
ঘৃণার পতাকা উড়তে দিয়ো না,
নিজের পরিচয় নিজে তৈরি করে নাও
ধর্মের শেকলে মানুষকে বেঁধো না,
না, নানা, না।

হিন্দু বা মুসলমান হতে চাই না
তা বলে বৌদ্ধ কিংবা খ্রিষ্টান হতেও চাই না,
বিবেধের সব দেয়াল ভেঙে ফেলে
আমি ধর্মে নেই তাই জিরাফেও থাকবো না।

Porichoy Song Lyrics In English Font


Nijer porichoy nijer bhashay khuje nao
Ghrinar potaka urte diyo na
Nijer porichoy nije toiri kore na
Dhormer shekole manushke bedho na

Hindu ba Musalman hote chai na

ta bole Boudho ba Christian hoteo chai na

Bibedher sob deyal venge fele

Ami dhorme nei tai Zirafeo Thakbo na.

Leave a Reply