Prano Sokhi Re Lyrics (প্রাণ সখিরে লিরিক্স) is a melodious folk song whose creator is Jashimuddin. The song is recently presented by RTV Music in their show named IGLOO FOLK STATION. Guitar has done by Sumon. Anondo has played Dotara. Enjoy প্রাণ সখিরে ঐ শোন কদম্ব তলে বংশী বাজায় কে লিরিক্স in Bengali and English Song.
Song Credits
- Song: Prano Sokhi Re
- Lyric: Jashimuddin,
- First Record: Abbasuddin Ahmed
- Keyboard: Jk Majlish,
- Guitar: Sumon,
- Bass: Newaj,
- Drums: Adnan Rushdi
- Percussions: Zico,
- Flute: Sohag,
- Dotara: Anondo
- Show: IGLOO FOLK STATION
Prano Sokhi Re Lyrics (প্রাণ সখিরে লিরিক্স)
প্রাণ সখিরে
ঐ শোন কদম্ব তলে বংশী বাজায় কে
বংশী বাজায় কে রে সখী
বংশী বাজায় কে
আমার মাথার বেনী বদল দেব
তারে আইনা দে
আমার মাথার বেনী বদল দেব
তারে আইনা দে
প্রাণ সখিরে
ঐ শোন কদম্ব তলে বংশী বাজায় কে
প্রাণ সখিরে
ঐ শোন কদম্ব তলে বংশী বাজায় কে
প্রাণ সখিরে
ঐ শোন কদম্ব তলে বংশী বাজায় কে
বংশী বাজায় কে রে সখী
বংশী বাজায় কে
আমার মাথার বেনী বদল দেব
তারে আইনা দে
আমার মাথার বেনী বদল দেব
তারে আইনা দে
প্রাণ সখিরে
ঐ শোন কদম্ব তলে বংশী বাজায় কে
প্রাণ সখিরে
ঐ শোন কদম্ব তলে বংশী বাজায় কে
প্রাণ সখিরে
ঐ শোন কদম্ব তলে বংশী বাজায় কে
যে পথ দিয়ে বাজায় বাঁশি
যে পথ দিয়ে যায়
সোনার নুপূর পরে পায়
যে পথ দিয়ে বাজায় বাঁশি
যে পথ দিয়ে যায়
সোনার নুপূর পরে পায়
আমার নাকের নোলক খুইলা দেব
সেই না পথের গায়
আমার গলার হার গড়িয়ে দেব
সেই না পথের গায়
যদি হার জড়িয়ে পড়ে পায় যায়
প্রাণ সখিরে
ঐ শোন কদম্ব তলে বংশী বাজায় কে
প্রাণ সখিরে
ঐ শোন কদম্ব তলে বংশী বাজায় কে
টরোলা বাঁশের ও বাঁশি ছিদ্র গোটা ছয়
বাঁশি কত কথা কয়
টরোলা বাঁশের ও বাঁশি ছিদ্র গোটা ছয়
বাঁশি কত কথা কয়
নাম ধরিয়া বাজায় বাঁশি
রহনও না যায়
ঘরে রহনও না যায়….
প্রাণ সখিরে
ঐ শোন কদম্ব তলে বংশী বাজায় কে
প্রাণ সখিরে
ঐ শোন কদম্ব তলে বংশী বাজায় কে
বংশী বাজায় কে রে সখী
বংশী বাজায় কে
আমার মাথার বেনী বদল দেব
তারে আইনা দে
আমার মাথার বেনী বদল দেব
তারে আইনা দে
প্রাণ সখিরে
ঐ শোন কদম্ব তলে বংশী বাজায় কে
প্রাণ সখিরে
ঐ শোন কদম্ব তলে বংশী বাজায় কে
প্রাণ সখিরে
ঐ শোন কদম্ব তলে বংশী বাজায় কে
প্রাণ সখিরে
ঐ শোন কদম্ব তলে বংশী বাজায় কে