Premer Name Korla Khoti Tumi Lyrics is a new heartbreaking song sung by Fa Sumon. The masterpiece is Presented by Eagle Music Youtube Channel. Aranya Bhowmik is the lyricist of the song premer name korba khoti. Remo Biplob has created the tune and music of the song. Download Premer Name Korla Khoti Tumi mp3 song Lyrics in Bangla and English Font.
Song Credits
- Song: Premer Name Korla Khoti Tumi (প্রেমের নামে করলা ক্ষতি তুমি)
- Singer: FA Sumon
- Lyrics: Aranya Bhowmik
- Tune & Music: Remo Biplob
- DoP: Rajon Romm
- Edit: Imratul Islam
- Color: Shamim Hossain
- Graphic Design: Nadia
- Directed by: Alam Ashraf
- Label: Eagle Music
Premer Name Korla Khoti Tumi Lyrics Bengali
ষোলো আনা ভালো বাসলাম, তুমি বাসলে না এক আনা
বুক পেতে দিলাম তোমায় আঘাতে করলে ফালা ফালা
এই যদি হয় তোমার রীতি প্রেমের নাম এ করবা ক্ষতি
ঝাঁপ দিতাম না প্রেম সাগরে হয়ে দিওয়ানা,
ষোলো আনা ভালো বাসলাম, তুমি বাসলে না এক আনা
বুক পেতে দিলাম তোমায় আঘাতে করলে ফালা ফালা
মনের দুঃখ মনে রেখে ঘুড়ি বনে বনে
মুখ ফিরিয়ে নেয় যে সবাই বলি কার সনে
মনের কথা মনে রেখে ঘুরি বনে বনে
মুখ ফিরিয়ে নেয় যে সবাই বলি কার সনে
ষোলো আনা ভালো বাসলাম, তুমি বাসলে না এক আনা
বুক পেতে দিলাম তোমায় আঘাতে করলে ফালা ফালা
এই অভাগার দুঃখ দেখে কান্দে বনের পাখি
গল্ল না হায় তোমার অন্তর, ভিজলো না দুই আখি
এই অভাগার দুঃখ দেখে কান্দে বনের পাখি
গল্ল না হায় তোমার অন্তর, ভিজলো না দুই আখি
ষোলো আনা ভালো বাসলাম, তুমি বাসলে না এক আনা
বুক পেতে দিলাম তোমায় আঘাতে করলে ফালা ফালা
এই যদি হয় তোমার রীতি প্রেমের নাম এ করবা ক্ষতি
ঝাঁপ দিতাম না প্রেম সাগরে হয়ে দিওয়ানা,
ষোলো আনা ভালো বাসলাম, তুমি বাসলে না এক আনা
বুক পেতে দিলাম তোমায় আঘাতে করলে ফালা ফালা