Prothom Premer Chithi Song Lyrics: Rupak Tiary and Kajol Chatterjee perform the song Prothom Premer Chithi. Mukul Kumar Jana and Srimayee Chatterjee star in this film. Aviman Paul composed the music and wrote the Bengali lyrics for the song. Rupak Tiary did the song mixing and mastering.

Song Credits

Song : Prothom Premer Chithi
Vocal : Rupak Tiary & Kajol Chatterjee
Lyrics & Composition : Aviman Paul
Music Produced by : Aviman Paul & Rupak Tiary
Story & Direction : Riki Chatterjee
Cinematography : Rohan Kumar Paul & Saikat Das
Edit : Aviman Paul
Colour : Rohan Kumar Paul
Video Production : Bila Boy Entertainment

Prothom Premer Chithi Song Lyrics In Bengali

প্রথম প্রেমের সেই
প্রথম লেখা চিঠি
প্রথম বলা ভালোবাসি।

আমিও বেহায়া মন
অকারণে অভিসারী
ডাক পাঠালেই ছুটে আসি।

শহরের ঠোঁটে গালে
লেগে থাকা অভিমানে
যেমন হারায় নাকচাবি।

কে যে কাকে ভালোবেসে
প্রথম হারালো মন
বাকিটা প্রেমের ছায়াছবি।

বলো,
আমি কি তোমার হতে পারি ?
বলো,
আমি কি তোমার হতে পারি ?

কিছু প্রেম কথাকলি
চোখের ভাষায় বলি
সবটুকু বোঝেনি সে জানি।

আমিও কি ভাবে তাকে
মুখ ফুটে ধরা দেই
মন আমার করে বেইমানী।

দুচোখের নীলাকাশে
শরত ঘনালে বুঝি
লজ্জা মেঘের আনাগোনা।

আমি তো কবেই তাকে
আমার করেছি শুধু
বোকা মন কেন যে বোঝে না।

বলো,
আমি কি তোমার হতে পারি ?
বলো,
আমি কি তোমার হতে পারি ?

Prothom Premer Chithi Lyrics in English

Prothom premer sei
Prothom lekha chithi
Prothom bola valobashi
Amio behaya mon
Okarone obhisari
Daak pathalei chute ashi
Shohorer thote gaale
Lege thaka obhimane
Jemon haray naakchabi
Ke je kaake valobeshe
Prothom haralo mon
Bakita premer chayachobi
Bolo ami ki tomar hote pari

Leave a Reply