Rajar Rajje Sobai Golam Lyrics (রাজার রাজ্যে সবাই গোলাম) is a song by Kureghor Band and Tasrif khan. Kureghor Band itself is the label of the song. Download Rajar Rajje Shobai Golam mp3 song lyrics in bangla and english font.
Song Credits
Lyric : KM Tanbhir Siddiki
& Tasrif Khan
Vocal & Tune : Tasrif khan
Label: kureghor Band
Rajar Rajje Sobai Golam Lyrics
রাজার রাজ্যে সবাই গোলাম
করতে হবে রাজার সুনাম
নাহয় তোমার কল্লা যাবে।
বিরাট কঠিন শাস্তি পাবে।
এ কেমন রাজ্য বলো
কে খারাপ আর কে বা ভাল!
ভাল মানুষ অন্ধকারে,
অমানুষই আলোর দ্বারে!
এ কেমন হচ্ছে খেলা
চারি দিকে কষ্ট মেলা
কে কোথায় যাচ্ছি ভেসে
থামব কোথায় অবশেষে!?
রাজার রাজ্যে সবাই গোলাম
করতে হবে রাজার সুনাম
নাহয় তোমার কল্লা যাবে।
বিরাট কঠিন শাস্তি পাবে।
তুমি ভাল ভাবে বাঁচতে চাবে?
তবে তোমার শাস্তি হবে!
ভাবছ তুমি বিচার চাবে?
এবার বোকা সব হারাবে!
বল্লে কথা, আস্তে বল
কিংবা রাজার কথায় চল
এদিক সেদিক পা বাড়ালে
তবেও তুমি সব হারালে।
এ কেমন রাজ্য বলো
কে খারাপ আর কে বা ভাল!
ভাল মানুষ অন্ধকারে,
অমানুষই আলোর দ্বারে!
এ কেমন হচ্ছে খেলা
চারি দিকে কষ্ট মেলা
কে কোথায় যাচ্ছি ভেসে
থামব কোথায় অবশেষে!?
রাজার রাজ্যে সবাই গোলাম
করতে হবে রাজার সুনাম
নাহয় তোমার কল্লা যাবে।
বিরাট কঠিন শাস্তি পাবে।
ভাবছো কোথায়, কে সে রাজা?
আমরাই রাজা, দিচ্ছি সাজা
অফিস, ব্যবসা, সমাজ চালাই
মানুষ হয়েও মানুষ জ্বালাই
আমরাই সেই মুখোশ মানুষ
ভাল সেজে উড়াই ফানুষ
কই এ-র তেলে কই টা ভেজে
পরের ঘারে চাপাচ্ছি দোষ৷
এ কেমন রাজ্য বলো
কে খারাপ আর কে বা ভাল!
ভাল মানুষ অন্ধকারে,
অমানুষই আলোর দ্বারে!
এ কেমন হচ্ছে খেলা
চারি দিকে কষ্ট মেলা
কে কোথায় যাচ্ছি ভেসে
থামব কোথায় অবশেষে!?
রাজার রাজ্যে সবাই গোলাম
করতে হবে রাজার সুনাম
নাহয় তোমার কল্লা যাবে।
বিরাট কঠিন শাস্তি পাবে।
রাজার রাজ্যে সবাই গোলাম
করতে হবে রাজার সুনাম
নাহয় তোমার কল্লা যাবে।
বিরাট কঠিন শাস্তি পাবে।
রাজার রাজ্যে সবাই গোলাম লিরিক্স
rajar rajje shobai golam
korte hobe rajar sunam,
na hoi tomar kolla jabe
birat khotin sasti pabe,
a kemon rajjo bolo
ke kharap r k je valo,
valo manush ondhokara
omanushi alo dhare,
a kemon hocce khela
charidike kosto mela,
ke kothai jacci veshe
thambo kothai oboshese,
rajar rajje shobai golam
korte hobe rajar sunam,
na hoi tomar kolla jabe
birat khotin sasti pabe,