Rajprasader Bondi song is sung, composed & written by Anupam Roy. Rajprasader Bondi Song Lyrics. Rajprasader Bondi Lyrics. Rajprasader Bondi Song.

Song Credits

  • Song: Rajprasader Bondi (রাজপ্রাসাদের বন্দী)
  • Music, Vocals: Anupam Roy
  • Lyrics: Anupam Roy

Rajprasader Bondi Lyrics in Bengali

রাজপ্রাসাদের বন্দী গুলো আয় না
আমি গরাদ ভাঙার শব্দ শুনেছি
হালকা মেঘে ভাসছে চাঁদের আলো
এই আলোয় বসেই বছর গুনেছি

ঐ অশ্বারোহীর মুখটা দেখা যায় না
শুধু ঘোড়ার পায়ের শব্দ শুনে যায়
তোরা আবার কেন ভাবতে বসলি ভাইরে
আমি আজকে রাতেই পালিয়ে যেতে চাই

বাড়তে থাকে রক্তচাপের একশো চার জ্বর
বাড়তে থাকে বন্দী দেহের একশো কন্ঠস্বর
তাই আর দেরি আর নয়
এই কাচের খাঁচা ভাঙতে কিসের ভয়

এই রাজপ্রাসাদের রাজার ঘরে গিয়ে
জানতে চাইবি রাজার পরিচয়
শুনছি রাজা আমার মতো বলেই
সারা জীবন পাচ্ছে এত ভয়

ভালোবাসা বন্দী রাখা যায় না
শুধু নিয়ম করেই চোখ রাঙানো সার
ধর্ম, বিজ্ঞান অনেক হল, অন্য কথা বল
আমার প্রেমে আমার অধিকার

বাড়তে থাকে রক্তচাপের একশো চার জ্বর
বাড়তে থাকে বন্দী দেহের একশো কন্ঠস্বর
তাই আর দেরি আর নয়
এই কাচের খাঁচা ভাঙতে কিসের ভয়

Rajprasader Bondi Lyrics in English

Rajprasader bondi gulo aye na
Ami gorad bhangar shobdo shunechhi
Halka meghe vaschhe chander aalo
Ei aaloy bosei bochhor gunechhi

Oi ashwarohir mukhta dekha jay na
Shudhu ghorar paa er shobdo shune jaay
Tora abar keno vabte bosli vai re
Ami aajke raatei paliye jete chai

Barte thake rokto chaper eksho char jwor
Barte thake bondi deher eksho konthoswor
Tai aar deri aar noy
Ei kancher khancha bhangte kiser bhoy

Ei Rajprasader rajar ghawre giye
Jante chaibi rajar porichoy
Shunchhi raja amar moto bolei
Sarajibon pacchhe eto bhoy

Leave a Reply