Sesh Dekha Lyrics (শেষ দেখা লিরিক্স) is a newly released Bangladeshi song sung by Arman Alif. Lyrics of the song is written by Proshenjit Mondal. Music by JK Majlish. Cast of the song is Asif Imrose & Shakila Parvin. So enjoy Tui ay bolbo na tui theke ja lyrics in Bangla font.
Song Credits
- Song : Sesh dekha.
- Singer: Arman Alif.
- Lyric: Proshenjit Mondal.
- Tune : Mahfuz Imran.
- Music: JK Majlish.
- Story : Proshenjit Mondal.
- Cast: Asif Imrose & Shakila Parvin.
- DOP : AM Rizu.
- Edit & Color:SM Tushar.
- Director: BM Saiful Islam.
- Label : DP Music Station.
Sesh Dekha Lyrics (শেষ দেখা লিরিক্স ) by Arman Alif
ছলছল আখি আর জল ভরা চোখ
বুক বড়া ব্যাথা আর বিরহ দোযোগ
বুক বড়া ব্যাথা আর বিরহ দোযোগ
সব কিছু দিয়ে তুই অচেনা
মরে গেছে অন্তত পেয়ে প্রহসন্তর
প্রান তবুও তকে ছাড়া বাচে না
তুই আয় বলবো না এসে তুই থেকে যা
হয়তো বা বাচব না শেষ বার এসে তুই দেখে যা
হয়তো বা বাচব না শেষ বার এসে তুই দেখে যা
সোনালি বিকেলটা আসেনা তো আর
হয়না খুপায় দেয়া ফুল
অভিমানে কেউ মুখ করে নাতো ভার।
তর মতো কেউ আর করে না শাসন
পারিনি তর মতো হতে কারু আপন
তুই আয় বলবো না এসে তুই থেকে যা
হয়তো বা বাচবোনা শেষ বার এসে তুই দেখে যা
হয়তো বা বাচবোনা শেষ বার এসে তুই দেখে যা
একা একা ভুর করি নিদ্রা বিহিন
বেদনার বিরহ প্রহর
ছায়া ছাড়া কেউ পাশে নেই যে আমার
পালিয়ে বেড়ায় সেও দেখলে আধার।
কপালে শেষ আদর রেখে যা।
তুই আয় বলবো না এসে তুই থেকে যা
হয়তো বা বাচব না শেষ বার এসে তুই দেখে না
হয়তো বা বাচব না শেষ বার এসে তুই দেখে না
Sesh Dekha by Arman Alif lyrics in English
Cholcol akhi ar jol vora cokh
Buk bora betha ar biroho dujukh
Sob kuchu diye tui ochena
More geche ontor peye prohoson tor
Pran tobu o toke cara bache na
Tui ay bolbona ese tui theke ja
Hoyto ba bachbona sesh
Sesh bar ese toi dekhe ja