Shebok Lyrics by Tasrif khan. Lyrics written by Tanbhir Siddiki. Sound and Video by Tanjib Khan. Download Sevok Lyrics in Bangla and English font. Enjoy the lyrics very much.
Song Credits
Song: Shebok | সেবক
Lyric: Tanbhir Siddiki
Tune & Vocal: Tasrif Khan
Sound, Video : Tanjeeb Khan
Shebok Song Lyrics in Bengali Font
সেবকের সেবা পেতে,
লাইনে দাড়িয়ে যাই
চোখে ভাষে সমাধান
আর কোন বাধা নাই!
ভির ঠেলে যখন আমি
রুমের ভেতর যাই,
সেবকের ইশারা
চা খাব, টাকা চাই!
সেবকের আব্দার
আমাকেই ডাক স্যার!(২)
খুশি যদি হই তবে
এই নদী হবে পার৷
সেবকেরা ব্যস্ত বড়,
বড় বড় কাজ!
খুশি করে তবেই তোমায়
যেতে হবে আজ!
না না না কাজ হবে না
দৌড়াও যত মাইল!
ফাইলের নিচে পড়ে
থাকবে পড়ে ফাইল!
থাকবে পড়ে ফাইল! (Optional)
আচানক কথা লাগে
সেবকের খাওয়া আগে,
আমার চাওয়া পাওয়া
সেবকের হাতে?
চা নাস্তার টাকা
অফিস দেয়ার কথা
তবে কেন আব্দার
আমার সাথে?
আমাদের কথা গুলো
কি করে বলি বল?
আমাদের মনেতো ভাই,
কোন খুশি নাই!!
সেবকের আব্দার
আমাকেই ডাকো স্যার!(২)
খুশি যদি হই তবে
এই নদি হবে পার৷
গার্মেনাটস কর্মী তাই
মোটা কর গলা?
রিক্সা চালানো ভুল?
ভুল ফেরি ওলা?
ভুল ছোট ব্যবসাহি,
ভুল খেটে খাওয়া?
ভুল নাই,
সুধ তোর ঘুস খেতে চাওয়া?
ভুলে যা সেইদিন
তোর খেলা হল/হবে শেস!
গড়ছি রক্ত ঘামে..
আমার সোনার দেশ!
সেবকের আব্দার
আমাকেই ডাক স্যার!(২)
খুশি যদি হই তবে
এই নদি হবে পার৷
আচানক কথা লাগে
সেবকের খাওয়া আগে,
আমার চাওয়া পাওয়া
সেবকের হাতে?
চা নাস্তার টাকা
অফিস দেয়ার কথা
তবে কেন আব্দার
আমার সাথে?