The song “Shobi Bhul” is beautifully sung by James, with mastering done by Shuvo. The production and post-production of the song is handled by Prekkha Greehoo Visual Factory. Mustafi Shimul is the associate director, while Saif Niloy is the executive producer. The soulful Bengali lyrics of “Shobi Bhul” are written by James and Bishu Shikdar. The music video of the song is directed by Shahrear Polock.
Song Details
- Song : Shobi Bhul
- Singer : James
- Music & Composition : James
- Lyrics : James and Bishu Shikdar
- Direction : Shahrear Polock
- Label : Bashundhara Digital
Shobi Bhul Song Lyrics In Bengali
তারে হারিয়ে, বুঝেছি
সে যে কি ছিলো আমার,
তারে হারিয়ে, বুঝেছি
সে যে কি ছিলো আমার,
আজ হৃদয় পোড়া হাহাকার
আর বুকে ব্যথারই পাহাড়।
তারে হারিয়ে..
মন কাঁদে প্রাণ কাঁদে
কেঁদে হয় আকুল,
মন কাঁদে প্রাণ কাঁদে
কেঁদে হয় আকুল,
এতদিন পরে বুঝেছি আমি
আমার সবই ছিলো ভুল,
সবই ভুল, সবই ভুল
সবই ছিলো ভুল
আমার সবই ছিলো ভুল।
সারাজীবন রাখলাম যারে
অন্তরের ভিতর,
ওই সারাজীবন রাখলাম যারে
অন্তরের ভিতর,
ও সে জনম দুঃখী করে গেলো
আসলো নাতো আর,
সেতো দূর বহুদূর, আরও বহুদূর
দূর সুদূর।
তারে হারিয়ে, বুঝেছি
সে যে কি ছিলো আমার,
তারে হারিয়ে, বুঝেছি
সে যে কি ছিলো আমার,
আজ হৃদয় পোড়া হাহাকার
আর বুকে ব্যথারই পাহাড়,
তারে হারিয়ে, তারে হারিয়ে
আজ হৃদয় পোড়া হাহাকার
আর বুকে ব্যথারই পাহাড়,
সবই ভুল, সবই ভুল
সবই ছিলো ভুল,
এতদিন পরে বুঝেছি আমি।
সবই ভুল লিরিক্স – জেমস
Taare hariye bujhechi
Se je ki chilo amar
Aaj hridoy pora hahakar
Aar buke bethari pahar
Mon kande praan kande
Kende hoy akul
Etodin pore bujhechi ami
Amar sobi chilo bhul
Sobi bhul, sobi bhul
Sarajibon rakhlam jaare
Ontorer bhitor
O se jonom dukhi kore gelo
Ashlo na toh aar
Se toh dur bohudur aaro bohudur
Dur sudur