Shopner Shohore Hatbo Lyrics is sung by Pallaby Roy & Ahmed Munee. The music is given by the Subhro Raha. Shopner Shohore Hathbo Lyrics written by the Rumman Hossain under the label Dhruba Music Station. The song is starring Afran Nisho & Tanjin Tisha. Download Sopner Sohore Hatbo mp3 song Lyrics in Bangla and English Font.

Song Credits

  • Song -: Shopner Shohore
  • Singer -: Pallaby Roy & Ahmed Muneef
  • Lyric -: Rumman Hossain
  • Music -: Subhro Raha
  • Cast -: Afran Nisho & Tanjin Tisha
  • Label -: Dhruba Music Station


Shopner Shohore Hatbo Lyrics In Bengali


তুমি তো সেই যাকে আমি চাই
কেন এভাবে তোমার হতে চাই
তুমি এভাবে হেঁসোনা।

হৃদয়ের পাতায় তোর নাম লিখেছি
মনের শহরে রং ধুনু এঁকেছি,
মন বলে তাকে ডেকোনা।

এই স্বপ্নের শহরে হাঠবো তোর সাথে
আয়না ছুঁয়ে দে একবার আমাকে
সব বাধা পেরিয়ে থাকবো তোর সাথে
আয়না ছুঁয়ে দে একবার আমাকে।

তোর জন্য আমি ছিলি অপেক্ষায় এসে গেলি তুই
আমাকে বুকে জড়িয়ে গল্প বলে দে তুই।

তোর চোখে ওই ঝিলিমিলি দৃশ্য ভালো লাগে যে খুব
বলিস কথা আমার পশে আমি হয়ে থাকি চুপ।
তোর হাতে হাত দিয়ে ভালোবাসা বোঝবো
তোকে নিয়ে রূপকথা আমি চিঠি লিখবো।

এই স্বপ্নের শহরে হাঠবো তোর সাথে
আয়না ছুঁয়ে দে একবার আমাকে
সব বাধা পেরিয়ে থাকবো তোর সাথে
আয়না ছুঁয়ে দে একবার আমাকে।

Leave a Reply