Smritir Abhidhan is the latest Bengali Song Sung by Jeriko Costa from Nerve Bangla Band. Music Composed by Ryan McBean. Smritir Abhidhan Lyrics In Bengali Written by Safkat Sherif Sadli and Song Programming Arrangements, Mixing and Mastering By Eshan Dhrubo. Download the lyrics in Bangla and English font.

Song Credits

Song : Smritir Abhidhan
Band Name : Nerve
Vocal & Lead Guitar : Jeriko Costa
Lyrics : Safkat Sherif Sadli
Music Composed by : Ryan McBean
Riff Guitar : Mehedi Hassan Aopu
Rhythm Guitar : Jishan Sharif
Bass : Ryan McBean
Drums : Irad Iqtidar
Piano : Alvin Deori
Band Manager : Nifty Khan
Editing & colour : Uditya Kumar Sharma


Smritir Abhidhan Song Lyrics In Bengali


আমার শুকনো হৃদয় কোষে
বইতে শুরু করেছে
এক নতুন উষ্ণ আমেজ,
বস করেছে অবশ শরীরে
আলতো হলুদ আলো,
অসহনশীল বাস্তব যন্ত্রণারা
আমার স্পর্শ পায়না।
আশাহীন আমার এই দেহে
ছায়াহীন হাতের ছোঁয়া,
বিচ্ছিন্ন হচ্ছে আমার
সব দুঃখ ছায়া।
আমি ঘুনে ধরা চোখে
শুধু আঁকছি তোমাকে,
চাইছি ধারণ করতে
তোমায় অভিনিবেশে।।
ডাকছি তোমাকে আমার
ক্ষীণ কথার সুরে,
রাখছি অদৃশ্য আমার লেখা গানের শব্দে।
চোখের নিচের কালো রঙে
আসছো তুমি বারেবার,
তুমি হয়তো চেনোনা আমায়
চেনে তোমার শাড়ির পাড়।
তবু ঘুনে ধরা চোখে
আমি আঁকছি তোমাকে,
চাইছি ধারণ করতে
তোমায় অভিনিবেশে।
আমি ঘুনে ধরা চোখে
শুধু আঁকছি তোমাকে,
চাইছি ধারণ করতে
তোমায় অভিনিবেশে।।


স্মৃতির অভিধান লিরিক্স – নার্ভ বাংলা ব্যান্ড


Amar shukno hridoy koshe
Boite shuru koreche
Ek notun ushno amej
Bos koreche obosh shorire
Aalto holud aalo
Osohonshil bastob jontronara
Amar sporsho paay na
Ashaheen amar ei deshe
Chayaheen haater chowa
Bichinno hocche amar
Sob dukkho chaya
Ami ghune dhora chokhe
Shudhu ankchi tomake
Chaichi dharon korte
Tomay obhinibeshe

Leave a Reply