Sondhi lyrics ( সন্ধি ) is a magnificent song from a Bangladeshi Drama Untold Love Story. The drama is starring actors like Apurba , Tanjin Tisha and many more. Sondhi lyrics is by Anowar Hossain Ador. This melodious song is sung by Jony. Piran Khan has given the music. Probir Roy Chowdhury has directed the drama Untold Love Story. Enjoy the complete Lyrics in Bangla and English Font.
Song Credits
- Song : Sondhi
- Singer : Jony
- Lyrics : Anowar Hossain Ador
- Tune : Arif ur Rahman Jony & Piran Khan
- Music : Piran Khan
- Drama : Untold Love Story
- Label : Cd Choice
- Cast : Apurba & Tanjin Tisha
- Director : Probir Roy Chowdhury
Sondhi lyrics ( সন্ধি ) in Bengali Font
হতে পারেই সহজ সুন্দর দিন
থাকবে লেখা বহুদিন ।
তুমি আমি হবো বিলীন
কল্পনায় ছড়িয়ে যায় ।
হতে পারে পথের শুরু
নিয়ে যাবে আজ অজানায় ।
স্মৃতি হয়ে রবে ভীষণ
হৃদয়েরই ঠিকানায় ।
হাতে হাত রাখতে পারো
সন্ধি আঙ্গুলে আঙ্গুল ।
ভালোবাসা বাড়াতে আরো
হৃদয় ভীষণ ব্যকুল ।
হাতে হাত রাখতে পারো
সন্ধি আঙ্গুলে আঙ্গুল ।
ভালোবাসা বাড়াতে আরো
হৃদয় ভীষণ ব্যকুল ।
প্রতিদিন কি জানি কি হয়ে যয়
শুধু তোমর কল্পনায় ।
ডুবে থাকা আমার ভালোলাগা
ভালোলাগার স্বপ্ন বোনায় ।
কখনো হারাবে না তুমি
চোখে চোখ রেখে কথা দাও
থাকবে কাছে ছায়ার মতো
ছেড়ে যাবে না কোথায়ও ।
হতে পারে পথের শুরু
নিয়ে যাবে আজ অজানায় ।
স্মৃতি হয়ে রবে ভীষণ
হৃদয়েরই ঠিকানায় ।
হাতে হাত রাখতে পারো
সন্ধি আঙ্গুলে আঙ্গুল ।
ভালোবাসা বাড়াতে আরো
হৃদয় ভীষণ ব্যকুল ।
হাতে হাত রাখতে পারো
সন্ধি আঙ্গুলে আঙ্গুল ।
ভালোবাসা বাড়াতে আরো
হৃদয় ভীষণ ব্যকুল ।
Sondhi lyrics ( সন্ধি ) in English Font
Hote parei sohoz sundor din
Thakbe lekha bohudin.
Tumi ami hobo bilean
Kolponay choriye jaay.
Hote pare pother suru
Niye jabe aaj ajanay.
Sriti hoye robe bhishon
Hridoyeri thikanay.
Haate haat rakhte paro
Sondhi angule angul.
valobasa barate aro
Hridoy bhishon bekul.
Haate haat rakhte paro
Sondhi angule angul.
valobasa barate aro
Hridoy bhishon bekul.
Protidin ki jani ki hoy
Shudhu tomar kolponay.
Dube thaka amar valolaga
Valolagar shopno bonay.
Kokhona harabe na tumi
Chokhe chokh rekhe kotha dao.
Thakbe kache chayar moto
Chere jabe na kothao.
Hote pare pother suru
Niye jabe aaj ajanay.
Sriti hoye robe bhishon
Hridoyeri thikanay.
Haate haat rakhte paro
Sondhi angule angul.
valobasa barate aro
Hridoy bhishon bekul.
Haate haat rakhte paro
Sondhi angule angul.
valobasa barate aro
Hridoy bhishon bekul.