Sudhu Nijeke Khuje Pai Lyrics (শুধু নিজেকে খুঁজে পাই) is a song sung by Roy Sonjoy. Lyricist of the song is Joshim Mahmud Jibon. Roy Sonjoy himeself has created the tune and music. It is from the G Series Music Label. Download Sudhu Nijeke Khuje Pai mp3 song Lyrics (শুধু নিজেকে খুঁজে পাই) in Bangla and English Font.
Song Credits
- Song: Sudhu Nijeke Khuje Pai (শুধু নিজেকে খুঁজে পাই)
- Singer: Roy Sonjoy
- Lyric: Joshim Mahmud Jibon
- Tune & Music: Roy Sonjoy
- Language: Bangla
- Label: Agniveena
Sudhu Nijeke Khuje Pai Lyrics Bengali
লিখতে চাইনা গান তবুও লিখে যাই
গাইতে চাই না গান তবুও গেয়ে যাই ।
লিখতে চাইনা গান তবুও লিখে যাই
গাইতে চাই না গান তবুও গেয়ে যাই ।
গানের মাঝে আমি আমাকেই খুঁজে পাই
গানের মাঝে আমি শুধু নিজেকে খুঁজে পাই
মনে পরে ছোট্ট বেলা এক এক পথ চলা
গুনগুনিয়ে গান গেয়ে একই সুর তোলা
মনে পরে ছোট্ট বেলা এক এক পথ চলা
গুনগুনিয়ে গান গেয়ে একই সুর তোলা
গানের মাঝে অতীত স্মৃতি খুঁজে বেড়েই
গানের মাঝে অতীত স্মৃতি খুঁজে বেড়েই
গানের মাঝে আমি আমাকেই খুঁজে পাই
গানের মাঝে শুধু আমিশুধু নিজেকে খুঁজে পাই
সবুজ ঘাসে মেঠো পথে উদাস আমার মন
ঘুরে ঘুরে গান গেয়ে দেখতাম স্বপন
সবুজ ঘাসে মেঠো পথে উদাস আমার মন
ঘুরে ঘুরে গান গেয়ে দেখতাম স্বপন
স্বপ্নপূরণ হলো যে আজ স্বপ্নচারিনী নেই
স্বপ্নপূরণ হলো যে আজ স্বপ্নচারিনী নেই
গানের মাঝে আমি আমাকেই খুঁজে পাই
গানের মাঝে আমি শুধু নিজেকে খুঁজে পাই
লিখতে চাইনা গান তবুও লিখে যাই
গাইতে চাই না গান তবুও গেয়ে যাই ।
লিখতে চাইনা গান তবুও লিখে যাই
গাইতে চাই না গান তবুও গেয়ে যাই ।
গানের মাঝে আমি আমাকেই খুঁজে পাই
গানের মাঝে আমি শুধু নিজেকে খুঁজে পাই