Take Olpo Kache Dakchi Lyrics Is Sung by Mahtim Shakib. The film is Starring actors like Soumya Mukherjee, Susmita Chakraborty And Sweta Mishra. Music Composed by And Take Olpo Kache Dakchi Lyrics In Bengali Written by Shibabrata Biswas. Download Take Olpo Kache Dakchi mp3 song lyrics in Bangla and English font.

Song Credits

Song : Takey Olpo Kachhe Dakchhi
Movie : Prem Tame
Singer : Mahtim Shakib
Music and Lyrics : Shibabrata Biswas
Track Produced & Designed by : Subhadeep Mitra
Direction : Anindya Chattopadhyay

Take Olpo Kache Dakchi Lyrics in Bengali Font


তাকে অল্প কাছে ডাকছি
আর আগলে আগলে রাখছি,
তবু অল্পেই হারাচ্ছি আবার।
তাকে ছোঁবো ছোঁবো ভাবছি
আর ছুঁয়েই পালাচ্ছি,
ফের তাকেই ছুঁতে যাচ্ছি আবার।

অভিমান পিছু নাম
তাকে পিছু ফেরাও ,
তার কানে না যায় পিছু ডাক আমার
মুখ বুজেই তাকে ডাকছি আবার।

তাকে অল্প কাছে ডাকছি
আর আগলে আগলে রাখছি,
তবু অল্পেই হারাচ্ছি আবার।

ফাঁকা বুক, চেনা সুখ
জানি ঘুম সে ভাঙাবেই,
ভেজা মন, বলি শোন
রাতভোর জাগতে নেই।

মুখচোরা ডাক তাকে ঘুম পাড়াক এবার
তাকে ছুঁয়ে স্বপ্ন বুনছি আবার।

তাকে আলতো গায়ে মাখছি
আর আঁকড়ে মুঠোয় ঢাকছি,
তবু মুঠো আলগা রাখছি আবার।
তাকে ছোঁবো ছোঁবো ভাবছি
আর ছুঁয়েই পালাচ্ছি,
ফের তাকেই ছুঁতে যাচ্ছি আবার।

Take Olpo Kache Dakchi Lyrics in English Font


Take alpo kache dakchi
Aar agle agle rakhchi
Tobu olpei harachhi abar
Take chobo chobo vabchi
Aar chuyei palachhi
Pher takei chutey jachhi abar
Obhiman pichu naam
Take pichu ferao
Taar kane na jay pichu daak amar
Mukh bujei taake dakchi abar

This Post Has One Comment

Leave a Reply