Thomke Acho Keno Re Duniar Manush Lyrics (থমকে আছো কেনরে দুনিয়ার মানুষ) is Muslim Gojol Song sung by Gazi Anas Rawshan. The lyrics are written by Mojibur Rahman Monju. Composition by Heaven Tune Studio Live. Download Thomke Acho Keno Re Duniar Manush mp3 Corona Song Lyrics (থমকে আছো কেনরে দুনিয়ার মানুষ) in Bangla and English Font.
Song Credits
- Song Name: করোনার ভয়ে | থমকে আছো কেনরে দুনিয়ার মানুষ |
- Thomke Acho Keno Manush | Gazi Anas | Corona Song
- Singer: Gazi Anas Rawshan
- Lyric : Mojibur Rahman Monju
- Tune: SM Moin
- Composition : Heaven Tune Studio Live
- Directed By: Gazi Anas Rawshan
- Presented By: Heaven Tune Nasheed Band
Thomke Acho Keno Re Manush Lyrics Bengali
আল্লাহ মালিক আল্লাহ খালিক
তাকেই শরন করো দুহাত তুলে
তৌবা করে কুরআন হাদিস ধরো
থমকে আছো কেনো রে দুনিয়ার মানুষ
চুপসে গেছে কেনরে সপ্নেরি ফানুস
ও দুনিয়া ও মানুষ হইয়ো না বে হুস
খাটাও তুমার হুস অ দুনিয়া অ মানুষ
হইয়ো না বেহুস খাটাও তুমার হুস
থমকে গেছো কেনরে দুনিয়ার মানুষ
চুপসে গেছে কেন রে সপ্নেরি ফানুস
ও দুনিয়ার মানুষ তুমি হইয়ো না বে হুস (….)
মরন তো হায় প্রতিদিনই ডাকে তুমায় কাছে
ডাক আসলে যামু না কয় কার সাধ্য আছে (২)
করোনারি ভয় অরে বন্ধি সবাই ঘরে
ভাইরাসেরি ডরে কাপে দুনিয়ার মানুষ
ও দুনিয়া অ মানুষ হইয়ো না বেহুস
খাটাও তুমার হুস আল্লাহ আল্লাহ আল্লাহহ
বিপদ কেন ডাইকা আনো তুমি বারে
তুমার কাজে মহামারী ছড়ায় ঘরে ঘরে
বাচতে হলে বন্ধ কর দুর্নীতি আর ঘুম
ও দুনিয়ার অ মানুষ খাটাও তুমার হুস।
ভুলতে হবে আজকে সকল দন্দ বিভেদ ঘৃনা
বিপদে সব এক কাতারে ইরানি আর চিনা
ও দুনিয়া ও মানুষ হইয়ো না বে হুস
থমকে আছো কেনো রে দুনিয়ার মানুষ
চুপসে গেছে কেনরে সপ্নেরি ফানুস
ও দুনিয়া ও মানুষ হইয়ো না বে হুস
খাটাও তুমার হুস অ দুনিয়া অ মানুষ
হইয়ো না বেহুস খাটাও তুমার হুস
আল্লাহ মালিক আল্লাহ খালিক
তাকেই শরন করো দুহাত তুলে
তৌবা করে কুরআন হাদিস ধরো