Song Credits
Song : Tomake bujhina priyo
Movie : Projapoti Biskut
Singer : Chandrani Banerjee
Lyrics: Ritam Sen
Music: Prasen mukherjee
Tomake Bujhina Priyo Lyrics Bengali
তোমাকে বুঝিনা প্রিয়,
বোঝনা না তুমি আমায়,
দুরত্ব বাড়ে যোগাযোগ নিভে যায় ।
তোমাকে বুঝিনা প্রিয়,
বোঝনা না তুমি আমায়,
দুরত্ব বাড়ে যোগাযোগ নিভে যায় ।
গরাদ শোকে সূর্যমুখী,
গরাদ শোকে সূর্যমুখী।
খয়েরী কুঁড়ির ফুল,
সূর্য খুঁজে বেড়াবে ।
তোমাকে জানিনা প্রিয়,
জানো না তুমি আমায়,
শীতের বেড়াল খেলে ঘাসের ছায়ায় ।
তোমাকে জানিনা প্রিয়,
জানো না তুমি আমায়,
শীতের বেড়াল খেলে ঘাসের ছায়ায় ।
দু চোখে তার পান্না বাহার,
দু চোখে তার পান্না বাহার ।
কান্না জমায় কথায় কথায় ।
তোমাকে ডাকি না প্রিয়,
ডাকো না তুমি আমায় ।
জলপ্রপাত মাতে রূপোর মায়ায় ।
তোমাকে ডাকি না প্রিয়,
ডাকো না তুমি আমায় ।
জলপ্রপাত মাতে রূপোর মায়ায় ।
তুলনা-হীনা জলের কিনার
তুলনা-হীনা জলের কিনার ।
তোমার চুলের মতো,
আনমনে আঙুল ডোবায়ে
Tomake bujhina priyo lyrics in English
Tomake bujhina priyo
Bujho na tumi amay
Duratwa baare jogajog nibhe jai
Tomake bujhina priyo
Bujho na tumi amay
Duratwa baare jogajog nibhe jai
Gorad shoke surjomukhi
Gorad shoke surjomukhi
Khoiri kurir phool
Surjo khuje beraybe
Tomake janina priyo
Jano na tumi amay
Sheeter beral khele ghasher chhayaee
Tomake janina priyo
Jano na tumi amay
Sheeter beral khele ghasher chhayaee
Du chokhe tar panna bahar
Du chokhe tar panna bahar
Kanna jomayee kothay kothay
Tomake dakina priyo
Dako na tumi amay
Jalopropaat mate rupor mayae
Tomake dakina priyo
Dako na tumi amay
Jalopropaat mate rupor mayae
Tulona-hina jwaler kinar
Tulona-hina jwaler kinar.
Tomar chuler mato
Aanmone angul dobaye..