The Love Semester Bangla Natok features the enchanting song “Tomake Chai,” sung by Tanveer Evan and starring an impressive cast including Farhan Ahmed Jovan, Naznin Nahar Niha and others. Piran Khan composed the music, while Tanveer Evan penned the lyrics in Bengali. The captivating story of Love Semester was directed by Probir Roy Chowdhury and produced by SK Shahed Ali Pappu.

Song Details

  • Song : Tomake Chai
  • Drama : Love Semester
  • Singer : Tanveer Evan
  • Lyrics & Tune : Tanveer Evan
  • Music : Piran Khan
  • Label : CMV

Tomake Chai Song Lyrics In Bengali

কোন এক সকালে
তোকে প্রথম দেখেছি,
মনের এই গভীরে
তোকে আমার করেছি।

গোধূলিরই রং আলতো ছোঁয়ায়
ছুঁয়ে দে আমায় ..
একটুখানি সাঁজ নেমে অন্ধকারে
হাতে হাত রেখে
উড়ে বেড়াই, উড়ে বেড়াই..

আজ ঘুরে ঘুরে মন উড়ে উড়ে
তোকে চাই কাছে বারেবার,
মন দেওয়ানা করে ছলনা
তোকে খুঁজে ফিরি বারেবার।

তোমাকে চাই, তোমাকে চাই
আমি শুরু থেকে শেষ তোকে চাই,
তোমাকে চাই, তোমাকে চাই
আমি শুরু থেকে শেষ তোকে চাই।

দেখে লাগে জানি কেমন
বোঝাতে পারিনি আমি তখন,
মায়া ভরা চোখে চেয়ে
আমাকে করেছে শেষ,
আমিও হয়েছি পাগল।

তোকে ছাড়া আমার কাটেনা সময়
কিভাবে বোঝাই, তোকে কত করে চাই,
রাত দিন আমার, কাটে নিরালায় ভেবে
কি জাদু চোখে, কি মায়া জড়ালে
আজ উড়ে উড়ে মন ঘুরে ঘুরে
তোকে চাই কাছে বারে বার,
মন দেওয়ানা করে ছলনা
তোকে খুঁজে ফিরি বারেবার।
তোমাকে চাই, তোমাকে চাই
আমি শুরু থেকে শেষ তোকে চাই,
তোমাকে চাই, তোমাকে চাই
আমি শুধু যে তোমাকে চাই..

তোমাকে চাই লিরিক্স – তানভীর ইভান

Kono ek sokale
Toke prothom dekhechi
Moner ei gobhire
Tomaek amar korechi
Godhulir rong aalto choway
Chuye de amay
Ektukhani sajh neme ondhokare
Haate haat rekhe
Ure berai ure berai
Aaj ghure ghure mon ure ure
Toke chai kache abar
Mon dewana kore cholona
Toke khuje firi barebar
Tomake chai tomake chai
Ami shuru theke shesh toke chai
Dekhe laage jani kemon
Bojhate parini ami tokhon
Maya bhora chokhe cheye
Amake koreche sesh
Amio hoyechi pagol
Toke chara amar kate na somoy
Kivabe bojhai toke koto kore chai
Raat din amar kaate niralay vebe
Ki jadu chokhe ki maya jorale
Aaj ure ure mon ghure ghure
Toke chai kache abar

Leave a Reply