Tomar Amar Biye Bolo Ke Ar Thekay Lyrics (তোমার আমার বিয়ে বল কে আর ঠেকায়) is a beautiful song sung by Imran and Liza. The track is from Shoshurbari Jindabad 2 movie. Sudip Kumar Dip is the lyricist. Debashish Bishwash is the diirector. The film is starring Apu Bishwash, Bappi. Download Tomar Amar Biye Bolo Ke Ar Thekay mp3 song Lyrics in Bangla and English font.
Song Credits
- Music : তোমার আমার বিয়ে বল কে আর ঠেকায়
- Singer : Imran,Liza
- Lyric: Sudip Kumar Dip
- Music: Imon Shaha
- Movie: Shoshurbari Jindabad 2
- Director : Debashish Bishwash
- Cast : Apu Bishwash, Bappi
Tomar Amar Biye Bolo Ke Ar Thekay Lyrics
তোমার আমার বিয়ে বলো কে আর ঠেকায়
শশুরমশাই একশো একাই নিজেই পথ দেখায়
তোমার আমার বিয়ে বলো কে আর ঠেকায়
শশুরমশাই একশো একাই নিজেই পথ দেখায়
তোমার স্বামী হবো, আঁচল জুড়ে রবো
তোমার স্বামী হবো, আঁচল জুড়ে রবো
এটাই বুঝি ছিল আমার ভাগ্য লেখায়
সাজাও রে কন্যা সাজাও সাজাও
বাজাও রে সানাই বাজাও বাজাও
সাজাও রে কন্যা সাজাও সাজাও
বাজাও রে সানাই বাজাও বাজাও
ভাবিনি আগে তুমি এভাবে, ধরা দেবে নিজের জালে
যা হবার হবে শুরু তো সবে থাকো তোমার তালে
ভাবিনি আগে তুমি এভাবে, ধরা দেবে নিজের জালে
যা হবার হবে শুরু তো সবে থাকো তোমার তালে
অরে শশুর বাড়ি মধুর হাড়ি পাবো রে হায়
সাজাও রে কন্যা সাজাও সাজাও
বাজাও রে সানাই বাজাও বাজাও
সাজাও রে কন্যা সাজাও সাজাও
বাজাও রে সানাই বাজাও বাজাও
সয়না দেরি আর চলোনা এবার করে ফেলি ফুলসজ্জা
তুমি না বড়ো জলদি তা করো, নাইকি তোমার কোনো লজ্জা
হে সয়না দেরি আর চলোনা এবার করে ফেলি ফুলসজ্জা
তুমি না বড়ো জলদি তা করো, নাইকি তোমার কোনো লজ্জা
আমি থাকবো পাশে ভালোবেসে দিলে গো সায়
সাজাও রে কন্যা সাজাও সাজাও
বাজাও রে সানাই বাজাও বাজাও
সাজাও রে কন্যা সাজাও সাজাও
বাজাও রে সানাই বাজাও বাজাও
তোমার আমার বিয়ে বলো কে আর ঠেকায়
শশুরমশাই একশো একাই নিজেই পথ দেখায়
তোমার স্বামী হবো, আঁচল জুড়ে রবো
তোমার স্বামী হবো, আঁচল জুড়ে রবো
এটাই বুঝি ছিল আমার ভাগ্য লেখায়
সাজাও রে কন্যা সাজাও সাজাও
বাজাও রে সানাই বাজাও বাজাও
সাজাও রে কন্যা সাজাও সাজাও
বাজাও রে সানাই বাজাও বাজাও