Tomar Chokhe Kodomer Ful Lyrics is a beautiful Bangladeshi song sung by FA Sumon & Tonuka. Tomar Chokhe Kodomer Ful Valo na bese pari na lyrics is written by Torikul Islam. Tune and Music by FA Sumon. Label of the song is Agniveena. So, without any delay enjoy Tomar Chokhe Kodomer Ful Lyrics in Bengali Font.

Song Credits

  • Song : Tomar Chokhe Kodomer Ful
  • Singer : FA Sumon & Tonuka
  • Lyric : Torikul Islam
  • Tune & Music : FA Sumon
  • Language : Bengali
  • Label : Agniveena

Tomar Chokhe Kodomer Ful Lyrics in Bangla Font

 তোমার চোখে কদমের ফুল

ভালো না বেসে পারি না

বিভোর চোখে দেখি তোমায়

দূরে যেতে পারি না

তুমি চোখ দিয়ে সব কথা বলে ফেলো

তাই লাগে ভীষণ ভয় 

তোমার প্রেমের আগুনে 

আমার বুঝি পুড়তে হয়

তোমার চোখে কদমের ফুল

ভালো না বেশে পারি না 

মনের চিঠি চোখে লেখা 

ভাষাতে নিরবতা

তোমার কাছে এলেই হারাই 

হৃদয়ের সব কথা

ও মনের চিঠি চোখে লেখা

ভাষাতে নিরবতা তোমার কাছে

এলেই হারাই হৃদয়ের সব কথা

তোমার চোখে কদমের ফুল

ভালো না বেশে পারি না

সপ্ন চুরি করলে তুমি ঘুমের

আড়ালে চুপি চুপি প্রেমের মায়ায়

আমাকে জড়ালে

সপ্ন চুরি করলে তুমি ঘুমের

আড়ালে চুপি চুপি প্রেমের মায়ায়

আমাকে জড়ালে

তোমার চোখে কদমের ফুল

ভালো না বেসে পারি না

বিভোর চোখে দেখি তোমায়

দূরে যেতে পারি না।

তুমি চোখ দিয়ে সব কথা বলে ফেলো

তাই লাগে ভীষণ ভয়

তোমার প্রেমের আগুনে 

আমায় বুঝি পুড়তে হয়

তোমার চোখে কদমের ফুল

ভালো না বেসে পারি না

Leave a Reply