Tomar Moto Doyal Bondhu Lyrics Lalon Fokir
Tomar Moto Doyal Bondhu Lyrics song is written by Fakir Lalon Shah and sung by many artists and singers including Sagor Baul. Music has given by FA Sumon. Label is Agniveena. Tomar Moto Doyal Bondhu ar to pabo na lyrics mp3 song download.
Song : Tomar Moto Doyal
Singer : Sagor Baul
Lyric & Tune : Fakir Lalon Shah
Music : FA Sumon
Language : Bangla
Label : Agniveena
Tomar Moto Doyal Bondhu Lyrics Bengali
তুমি দেখা দিয়ে ওহে রাসুল দেখা দিয়ে ওহে রাসুল
ছেড়ে যেও না।।
তোমার মত দয়াল বন্ধু আর পাব না।
হায়রে তোমার মত দয়াল বন্ধু
দেখা দিয়ে ওহে রাসুল ছেড়ে যেও না।।
তুমি তো খোদার দোস্ত
অপারের কাণ্ডারী সত্য
তুমি তো খোদার দোস্ত
অপারের কাণ্ডারী সত্য
তোমা বিনে পারের লক্ষ্য
তোমা বিনে পারের লক্ষ্য
আর তো দেখি না।।
তোমার মত দয়াল বন্ধু আর পাব না।
হায়রে তোমার মত দয়াল বন্ধু
আসমানি এক আইন দিয়ে
আমাদের সব আনলে রাহে
আসমানি এক আইন দিয়ে
আমাদের সব আনলে রাহে
এখন মোদের ফাঁকি দিয়ে
এখন মোদের ফাঁকি দিয়ে
ছেড়ে যেও না।।
তোমার মত দয়াল বন্ধু আর পাব না।
হায়রে তোমার মত দয়াল বন্ধু
তুমি বিনে এরূপ শাসন
কে করবে আর দীনের কারণ
তুমি বিনে এরূপ শাসন
কে করবে আর দীনের কারণ
লালন বলে আর তো এমন
লালন বলে আর তো এমন
বাতি জ্বলবে না।।
তোমার মত দয়াল বন্ধু আর পাব না।
তুমি দেখা দিয়ে ওহে রাসুল দেখা দিয়ে ওহে রাসুল
ছেড়ে যেও না।।
তোমার মত দয়াল বন্ধু আর পাব না।
হায়রে তোমার মত দয়াল বন্ধু আর পাব না।
তোমার মত দয়াল বন্ধু আর পাব না লিরিক্স