Tomar Preme O Doyamoy Bibagee Mon Gojol Lyrics. তোমার প্রেমে ও দয়াময় বিবাগি মন লিরিক্স. Enjoy it in Bangla and English font.
Gojol Credits
Song: BIBAGEE_MOON
Artist: SUMAIYA_TANZIM
Lyric: SOHEL_RANA_ASHIK
Tune: H_AHMED
Compose: ARAFAT_SHEZAD
Video Director: TANVEER_KHAN
Level: TANVEER_STUDIO
তোমার প্রেমে ও দয়াময় বিবাগি মন লিরিক্স
দুঃখ সুখে তবুও নামের মালা জপি,
রোজ নিশিতে রিধে তোমায় আমি সপি-২
তুমি ছাড়া সুখের ছায়া,
নেই তো আমার কেহ।
করুনা ময় তুমি রহম স্নেহ।
“তোমার প্রেমে ও দয়াময়
বিবাগী এে মন
গোধূলি ময় রিদয় বলে
তোমায় প্রয়োজন”-২
রোজ নিশিতে সবাই যখন,
গভীর ঘুমে,
করুনা চাই তখন তোমার,
কদম চুমে-২
তুমি ছাড়া সুখের ছায়া,
নেই তো আমার কেহ।
করুনা ময় তুমি রহম স্নেহ।
“তোমার প্রেমে ও দয়াময়
বিবাগী এই মন
গোধূলি ময় রিদয় বলে
তোমায় প্রয়োজন”-২
চলার পথে যখন আমি,
পরি মহছিবতে।
তোমার দয়া বৃষ্টি হয়ে..
বেজায় মোহাব্বতে-২
তুমি ছাড়া সুখের ছায়া,
নেই তো আমার কেহ।
করুনা ময় তুমি রহম স্নেহ।
“তোমার প্রেমে ও দয়াময়
বিবাগী এই মন
গোধূলি ময় রিদয় বলে
তোমায় প্রয়োজন”-২