Tomar Premer Megh Jomeche Lyrics (তোমার প্রেমের মেঘ জমেছে) is a new bangladeshi song sung by Akash Islam. Rahul acherjee is the lyricist. Shurov Islam is the vocal artist. Akash Islam is the music composer. Download Tomar Premer Megh Jomeche mp3 song Lyrics (তোমার প্রেমের মেঘ জমেছে) in Bangla and English font.

Song Credits

  • Song : Premer Megh
  • Lyric : Rahul acherjee
  • Vocal : Shurov Islam
  • Music & Tune : Akash Islam
  • Video Edit : Shurov Islam

Tomar Premer Megh Lyrics

আমার মনের নীল আকাশে তোমার প্রেমের মেঘ জমেছে
আমার মনের নীল আকাশে তোমার প্রেমের মেঘ জমেছে
বৃষ্টি হবে ভীষণ, বৃষ্টি হবে ভীষণ
তোমার মনে হয় কি প্রেমের বর্ষণ, তোমার মনে হয় কি প্রেমের বর্ষণ,
রিমঝিম ওই শ্রাবন ধারায়, যাবো রে তোর মন পাড়ায়
রিমঝিম ওই শ্রাবন ধারায়, যাবো রে তোর পাড়ায়
যতই করো তালবাহানা, যতই করো তালবাহান মানব না বারণ
তোমার মনে হয় কি প্রেমের বর্ষণ, তোমার মনে হয় কি প্রেমের বর্ষণ,
ভিজবো দুজন ফাঁকা মাঠে, স্নান করিব জলের ঘাটে
ভিজবো দুজন ফাঁকা মাঠে, স্নান করিব জলের ঘাটে
লজ্জা পেয়ে মুখ ঢেকো না, দেখি গো গড়ন
লজ্জা পেয়ে মুখ ঢেকো না, দেখি গো গড়ন

তোমার মনে হয় কি প্রেমের বর্ষণ, তোমার মনে হয় কি প্রেমের বর্ষণ,
তোমার মনে হয় কি প্রেমের বর্ষণ, তোমার মনে হয় কি প্রেমের বর্ষণ,
তোমার মনে হয় কি প্রেমের বর্ষণ, তোমার মনে হয় কি প্রেমের বর্ষণ,
তোমার মনে হয় কি প্রেমের বর্ষণ, তোমার মনে হয় কি প্রেমের বর্ষণ,

Leave a Reply