Tomar Premer Rong Gojol Lyrics | তোমার প্রেমের রঙ গজল লিরক্স- Enjoy this beautiful gojol. It is from the album of Alor Prova. Enjoy Tomar Premer Rong Gojol in Bengali and English font.
Song Credits
- গান: তোমার প্রেমের রঙ
- কথা: আব্দুল্লাহ আল কাফী
- সুর: মশিউর রহমান
- অ্যালবাম: আলোর প্রভা
- পরিবেশনায়: সাইমুম কিশোর বিভাগ
Tomar Premer Rong Gojol Lyrics
আমি তোমার প্রেমের রঙ হৃদয়ে মেখে,
তোমার গুনগান গেয়ে যাই- ২
তোমার প্রেমে, পাগল হয়ে
আমার এ গান শুধু গেয়ে যাই।
আমি তোমার প্রেমের রঙ হৃদয়ে মেখে,
তোমার গুনগান গেয়ে যাই- ১
আকাশের তারারা মিটিমিটি জ্বলে,
তোমার নূরের ছোঁয়া চাঁদ বুকে নিয়ে
জোসনা ঢালে- ১
আমার হৃদয়ে দাও তোমারি আলো-১
সে আলোতে এ জীবন হবে রোশনাই।
আমি তোমার প্রেমের রঙ হৃদয়ে মেখে,
তোমার গুনগান গেয়ে যাই- ১
তোমার প্রেমে, পাগল হয়ে-১
আমার এ গান, শুধু গেয়ে যাই।
আমি তোমার প্রেমের রঙ হৃদয়ে মেখে,
তোমার গুনগান গেয়ে যাই- ১
সূর্যের আলোতে এ ভুবন হাসে
পাহাড় দাঁড়িয়ে আছে শত বছর ধরে
তোমার ইশারাতে-১
তোমার করুণায় ভরা এ পৃথিবী
তোমার প্রেমে মন রাঙ্গাতে চাই।
তোমার গুনগান গেয়ে যাই- ১
তোমার প্রেমে, পাগল হয়ে-১
আমার এ গান, শুধু গেয়ে যাই।
আমি তোমার প্রেমের রঙ হৃদয়ে মেখে,
তোমার গুনগান গেয়ে যাই- ১-১