Tomar Shohor Lockdown Lyrics
Tomar Shohor Lockdown Lyrics is a new song by Yasmin Mahamud and Ankur Mahamud from Eagle Music. Imratul Islam is the editor. Nadia is the Graphic Designer. Eso Sobai Mile Bachi Dure Kintu Thaki Kachakachi Song Lyrics in Bengali is written by Ankur Mahamud. Download Tomar Shohor Lockdown mp3 song Lyrics in Bangla and English Font. If you like the lyrics share it with your friends and family.
Song: Tomar Shohor Lockdown (তোমার শহর লকডাউন)
Singer: Yasmin Mahamud and Ankur Mahamud
Lyrics, Tune, Music: Ankur Mahamud
Edit: Imratul Islam
Graphic Design: Nadia
Label: Eagle Music
Directed by Eagle Team
Tomar Shohor Lockdown Lyrics Bengali
জানি থাকতে চাও কাছাকাছি
জানি থাকতে চাও পাশাপাশি
জানি কষ্ট হচ্ছে খুব
কারোর পেটে কিছুই নেই তাও চুপ
দুরত্ব কিছু নয় তোমার আমার ভয়
ভাবছো মুখোশে মুখ লুকিয়ে যাচ্ছি কে কোথায়
এই অল্প কিছু সময় করতে হবে জয়
ফিরবো আবারো ডানা মেলে একই পরিচয়
এসো সবাই মিলে বাঁচি
দূরে কিন্তু থাকি কাছাকাছি
এসো সবাই মিলে বাঁচি
দূরে কিন্তু থাকি কাছাকাছি
তোমার শহরটায় লকডাউন
হয়তো তোমারটাও তাই
অযথাই কেউ ছৃঁয়ে দিলে কি জানি কি হয়
আছো আমার অভ্যাসে
যেনো তাই কান্নাও আসে
দেখো সবাই থামালো কাজ
পিজ দেখিয়োনা কোনো অজুহাত
ঠিক আছে জানালা দিয়ে আকাশ দেখো
এভাবেই যাক দিন রাত
পৃথিবীটার হয়েছে অসুখ এখন না হয় থাক
এসো সবাই মিলে বাঁচি
দূরে কিন্তু থাকি কাছাকাছি
এসো সবাই মিলে বাঁচি
দূরে কিন্তু থাকি কাছাকাছি
দূরে কিন্তু থাকি কাছাকাছি
দূরে কিন্তু থাকি কাছাকাছি
তোমার শহর লকডাউন লিরিক্স
Jani Thakte Chao Kachakachi
Jani Thakte Chao Pasa Pashi
Jani Kosto Hocche Khub
Karor Pete Kichui nei tao Chup
Durotto kichu noy tomar amar voy
Vabcho Mukhose Mukh Lukiye Jacchi kr kothay
Ei olpo kichu somoy korte hobe joy
firbo abaro dana mele eki porichoy
Eso Sobai Mile Bachi
Dure kintu Thaki Kacha Kachi
Eso Sobai Mile Bachi
Dure kintu Thaki Kacha Kachi