Hi, friends welcome to our website Bengali Song Lyrics. In this post, we have provided you with Tor Hoye Jete Chai Lyrics from Asur Movie. Asur is a newly released movie acted by Jeet, Abir, Nusrat and many other actors.

Tor Hoye Jete Chai is a melodious song sung by MD Irfan and Sayani Palit. Amit Mitra has produced the music and Dipankar has written the lyrics of the song.

Tor Hoye Jete Chai Song Lyrics from Asur Movie

Tor Hoye Jete Chai Lyrics

তোর হয়ে যেতে চাই লিরিক্স অসুর :

আমার বেঁচে থাকা কারণ শুধু তুই
তোকে আছে বলা আজ এটুকুই,
জানি ঠিকই ধরবিরে হাত, শূন্য পথে
দেখ চলছে এখন দিন-রাত, কোনো মতে।

ক্ষতি কি যদি বাসিস ভালো আমায়
তোর হয়ে যেতে চাই,
তোর হয়ে যেতে চাই,
পারবো কি আমি বল?
তোর হয়ে যেতে চাই।
একবার ছুঁয়ে দে, যেন যাই রে ভিজে
সে প্রেমের শ্রাবন কোথায় খুঁজে পাই..
তোর হয়ে যেতে চাই,
তোর হয়ে যেতে চাই,
তোরই মতো অবিকল
তোর হয়ে যেতে চাই।

নেই প্রয়োজন, মিঠেল বাতাস
বুঝবে কি সে মন পায় নিঃশ্বাস,
ফাঁকা লাগে সব, থাকলে নিরম
সাজানো ঘরের মাঝেও কত বনবাস।

হয়তো ঝড়, করছে পর
মিলবোই দুজনে,
ভয় কিসে, থমকে যাস
কোন জে বরণে।
ভেঙে ফেল নিষেধ, ছুটে আয় কাছে
মুছে যা সকল দোহাই,
এ জীবনের যতটা মানে
থাকনা জুড়ে পুরোটাই।

জানি ঠিকই ধরবিরে হাত, শূন্য পথে
দেখ চলছে এখন দিন-রাত, কোনো মতে।
ক্ষতি কি যদি বাসিস ভালো আমায়
তোর হয়ে যেতে চাই,
তোর হয়ে যেতে চাই,
তোরই মতো অবিকল
তোর হয়ে যেতে চাই।
তোর হয়ে যেতে চাই,
তোর হয়ে যেতে চাই,
চোখে অনলি তবু জল
তোর হয়ে যেতে চাই..
তোর হয়ে যেতে চাই,
কেন এতো দাবানল।

Tor Hoye Jete Chai Lyrics in English

Amar beche thaka karon sudhu tui
Toke ache bola aaj etukui
Jani thiki dhor bire haat shunno pothe
Dekh cholche ekhon din-raat kono mote
Khoti ki jodi basis bhalo amay
Tor hoye jete chai

Hope, you enjoyed Tor Hoye Jete Chai lyrics. Please share with your friends and family. Let them enjoy it too.

Leave a Reply