Tor Koshto Nebo Lyrics (তোর কষ্ট নেবো) is by Tasrif Khan from Kureghor Band. It is a great melodious song. Ami kemon achi jene ki hobe lyrics in Bengali written by Tasrif Khan. Dawnlaod Ami je tor kostota nebo mp3 song lyrics in Bangla and English font.

Song Credits

  • Song: তোর কষ্ট নেবো | Tor Koshto Nebo – Tasrif Khan
  • Tanbhir Siddiki Tune & Vocal: Tasrif Khan
  • Label: Kureghor Band

Tor Koshto Nebo Lyrics Bengali

চারি দিকে এত শব্দ কিসের?
কিসের আর্তনাদ!
কোন চাওয়া টা হারিয়ে ফেলে
কাদছিস দিন বা রাত!?
কেমন রকম কস্ট লাগে
কোথায় যে তোর (কিসের) ব্যাথা!
ঠিক কত টুকু মেপে বলে দে
ভেঙে দে/সব নিরবতা!

আধার লাগে, ভয়ে একাকার?
ভির থেকে সরে যাওয়া
হিসেব মেলে না, মেলে না খাতা
জীবনের চাওয়া পাওয়া!

আমি কেমন আছি!?
জেনে কি হবে, তুই ভালনেই তাই!
একসাথে চল দু এক কদম
দুজনে হেটে যাই!
আমি পাঁশে আছি, তুই শুধু
তোর গল্প টা বলে যা,
আমি যে তোর কষ্ট টা নেব
দুরে সরে জাবনা!

যদি খনিকের সেই ভয়, সত্যিই মনে হয়!
হাত বারালেই পাশে পাবি আমাকে!
আমি বন্ধু, নাকি প্রেম তোর
নাকি কস্টের অনুচর
ভেবে নাম দিস, এ-ই মাঝ পথে থামাকে!!

যদি খনিকের সেই ভয়, সত্যিই মনে হয়!
হাত বারালেই পাশে পাবি আমাকে!
আমি বন্ধু, নাকি প্রেম তোর
নাকি কস্টের অনুচর
ভেবে নাম দিস, এ-ই মাঝ মথে থামাকে!

যদি ক্লান্তি ছেয়ে যায়,
না বলা কিছু রয়ে যায়!
যদি খনিকের সেই ভয়, সত্যিই মনে হয়!
হাত বারালেই পাশে পাবি আমাকে!
আমি বন্ধু, নাকি প্রেম তোর
নাকি কস্টের অনুচর

ভেবে নাম দিস, এ-ই মাঝ মথে থামাকে!
যদি ক্লান্তি ছেয়ে যায়,
না বলা কিছু রয়ে যায়!
তুই কাছে , ডেকে নিস এই আমাকে!

Leave a Reply