Tumi Ele (তুমি এলে) is a melodious song sung by Aratrika Bhattacharya. Lyrics of Tumi Ele and the composition of the song was done by Anjan Majumdar. If you are finding the lyrics of the song, you have come in the right place. So, let’s enjoy Tumi Ele (তুমি এলে) song lyrics by Aratrika Bhattacharya.

Tumi Ele Lyrics

Song Credits

  • Song: Tumi Ele ( তুমি এলে )
  • Singer: Aratrika Bhattacharya
  • Lyrics and Composition : Anjan Majumdar
  • Music Arrangement: Dipankar Vaskar
  • Recorded, Mixed and Mastered: by Soumen Paul at Studio Gaan Bajna.
  • Keyboard: Dipankar Vaskar
  • Sitar: Rahul Chatterjee
  • Guitar: Laltu Roy
  • Tala and Percussion: Prabir Chatterjee
  • Sarengi: Alla Rakha Kalavant
  • Flute: Soumyajyoti Ghosh
  • Production Design Editing and Direction: Suman Saha
  • Cinematography: Saswata Majumder
  • Direction and Cinematography Assistance: Anirban Nag
  • Camera Providing association and Stills: Subhabrata Halder
  • Special Mention : Debasish Bhattacharya
  • Label: Folk Studio Bangla

Tumi Ele Lyrics in Bengali

তুমি এলে, ফাগুন কি আর বল দূরে থাকে

তুমি এলে, ফাগুন কি আর বল দূরে থাকে

তুমি এলে, অসীম আকাশ দুহাতে ডাকে

তুমি এলে, অসীম আকাশ দুহাতে ডাকে 

তুমি এলে।।।।

এমনি তে   বুকে চেপে বাচা

এমনি তে   বুকে চেপে বাচা।

ক্লান্তির ধারাপাত অসহনো রোজ নাম চায়

ক্লান্তির ধারাপাত অসহন রোজ নাম চায়।

এমনিতে কই আর ছায়া দেখি নিথর ছি লে

এমনিতে কই আর ছায়া দেখি নিথর ছিলে।

কই আর মিশে যাই রাতের কারার মিছিলে।

তুমি এলে ফাগুন কি আর বল দূরে থাকে

তুমি এলে…….

তুমিই তো জাদু কাঠি, সব দাও রঙিন করে

তুমিই তো জাদু কাঠি, সব দাও রঙিন করে।

কেনো যেনো পায় প্রাণ, যত কিছু আটপৌড়ে

কেনো যেনো পায় প্রাণ, যত কিছু আটপৌড়ে।

জীবনের মানে তুমিই তোহ শিখিয়েছিলে 

জীবনের মানে তুমিই তোহ শিখিয়েছিলে ।

আমার জিবনে তুমি ক্ষণিক বসন্ত ছিলে

তুমি এলে, ফাগুন কি আর বল দূরে থাকে

তুমি এলে,অসীম আকাশ দুহাতে ডাকে

তুমি এলে………

তুমি এলে গানের লিরিক্স

Tumi Ele Fagun ki ar bolo dure thake

Tmi ele, Fagun ki ar bolo dure thake.

Tumi Ele asim akash duhate dake,

Tumi Ele asim akash duhate dake,

Tumi ele…….

Visit More: Tomar Smrity Tuku Lyrics by Liza.

Leave a Reply