Tumi Khushi To Song Lyrics Is Sung by Rishi Panda. It is a quite sad Bengali song you will truly love. But before, let’s have a look at it and download Tumi Khushi To mp3 song Lyrics in Bengali and English Font.
Song Credits
Song : Tumi Khushi To
Vocal, Music, Lyrics, Mix : Rishi Panda
Tumi Khushi To Song Lyrics In Bengali
রাত নেমেছে শহরে আমার
ঘুম খুঁজেছে রাস্তা পালাবার,
স্বপ্নগুলোয় আসছো তুমি বোঝোনা
আসার কি দরকার।
হারিয়ে যাওয়ার রাস্তায় পা রেখে
অনেক দূরে আমার কাছ থেকে,
কানের দুলে, রুক্ষ চুলে, হাত বোলালেও
দেখবো না তো আর।
কি তুমি খুশী তো?
সব ব্যাপারেই আমি তোমার দোষী তো?
কি তুমি খুশী তো?
সব ব্যাপারে আমি তোমার দোষী তো?
এই বৃষ্টি ভেজা ছাদে
শুধু থাকতাম একসাথে,
মানতাম না নিজেদের বারণ।
আজ একলা এ আকাশে
ঝড় উঠছে চারিপাশে
খুব ঠাণ্ডা লাগে আজ আমার ভীষন।
হোক তুমি ভালো থেকো
নিজে নিজের ছবি এঁকো,
রেখে দিও সাদা গোলাপ বারান্দায়।
তোমার হাসি ভাসবে আজ হাওয়ায়
আর বিরক্ত করবে না আমায়,
ভয় পেলে সামলে নিও
পেরিও রাস্তা সাবধানে এবার।
কি তুমি খুশী তো?
সব ব্যাপারেই আমি তোমার দোষী তো?
কি তুমি খুশী তো?
সব ব্যাপারে আমি তোমার দোষী তো?
তুমি খুশী তো লিরিক্স – ঋষি পণ্ডা
Raat nemeche shohore amar
Ghum khujche rasta palabar
Shopno guloy ascho tumi bojhona
Ashar ki ki dorkar
Hariye jaowar rasta paa rekhe
Onek dure amar kach theke
Kaaner dule rukkho chule haat bolaleo
Dekhbo na toh aar
Ki tumi khushi toh?
Sob bepare ami tomar doshi to