Ayon Chaklader delivers a captivating rendition of “Tumi Sundar Tai Cheye Thaki,” a popular Nazrul Geeti track. Asib Zardari and Masuma Mahmuda Tan star in the accompanying video, adding to the song’s visual appeal. Kazi Nazrul Islam penned the beautiful lyrics in Bengali, and the original music composition is credited to him as well. Over the years, this song has been covered by various artists, including Satinath Mukherjee, Firoza Begum, and Ferdous Ara, each adding their unique style to the rendition.

Song Credits

Song : Tumi Sundar Tai Cheye Thaki
Lyrics : Kazi Nazrul Islam
Taal : Dadra
Singer : Ayon Chaklader
Directed by : Raju Ahsan
Label : Rtv Music

Tumi Sundar Tai Cheye Thaki Song Lyrics In Bengali

তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়

সেকি মোর অপরাধ ?

তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়

সেকি মোর অপরাধ ?

চাঁদেরে হেরিয়া কাঁদে চকোরিণী

চাঁদেরে হেরিয়া কাঁদে চকোরিণী

বলে না তো কিছু চাঁদ।

তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়

সেকি মোর অপরাধ ?

চেয়ে চেয়ে দেখি ফোটে যবে ফুল

ফুল বলে না তো সে আমার ভুল,

চেয়ে চেয়ে দেখি ফোটে যবে ফুল

ফুল বলে না তো সে আমার ভুল,

মেঘ হেরি ঝুরে চাতকিনী

মেঘ করে না তো প্রতিবাদ।

তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়

সেকি মোর অপরাধ ?

জানে সূর্যেরে পাবে না

জানে সূর্যেরে পাবে না

তবু অবুঝ সূর্যমুখী,

চেয়ে চেয়ে দেখে তার দেবতারে

দেখিয়াই সে যে সুখী।

হেরিতে তোমার রূপ-মনোহর

পেয়েছি এ আঁখি, ওগো সুন্দর,

হেরিতে তোমার রূপ-মনোহর

পেয়েছি এ আঁখি, ওগো সুন্দর,

মিটিতে দাও হে প্রিয়তম মোর

নয়নের সেই সাধ।

তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়

সেকি মোর অপরাধ ?

তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়

সেকি মোর অপরাধ ?

চাঁদেরে হেরিয়া কাঁদে চকোরিণী

চাঁদেরে হেরিয়া কাঁদে চকোরিণী

বলে না তো কিছু চাঁদ।

তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়

সেকি মোর অপরাধ ?

তুমি সুন্দর তাই চেয়ে থাকি লিরিক্স – নজরুল গীতি

Tumi sundor tai cheye thaki priyo

Seki mor oporadh

Chandere heriya kande chokorini

Bole na toh kichu chand

Cheye cheye dekhi fotey jobe phul

Phul bole na toh se amar bhul

Megh heri jhure chatokini

Megh kore na toh pratibaad

Jaane surjera paabe na

Tobu obujh surjomukhi

Cheye cheye dekhe taar debotaare

Dekhiyai se je sukhi

Herite tomar roop monohar

Peyechi e ankhi ogo sundor

Mitite dao hey priyotomo mor

Noyonere sei sadh

Leave a Reply