Tumi To Tomar Moto Hay Lyrics (তুমি তো তোমার মত হায়) is by Gogon Sakib from Samsul Official. Premika Lyrics is written by Gogon Sakib. Prince Samsul is the editor of Tumi toh Tomar Moto Hay Lyrics. Download Tumi To Tomar Moto Hay Hariye Gecho Ojanay mp3 Song Lyrics in Bangla and English Font.
Song Credits
- Song Credit –
- Song : Premika প্রেমিকা
- Singer : Gogon Sakib
- Lyrics & Tune : Gogon Sakib
- Edit & Color : Prince Samsul
- Music : AH Turjo
- Label : Samsul Official
Tumi To Tomar Moto Hay Lyrics Bengali
তুমি তো তোমার মত হায়, হারিয়ে গেছো অজানায়
বাবুটা কাদত রাতে রোজ, তুমি কি নিয়েছিলে খোজ
তুমি তো তোমার মত হায়, হারিয়ে গেছো অজানায়
বাবুটা কাদত রাতে রোজ, তুমি কি নিয়েছিলে খোজ
যদি তুমি জাবেই চলে, তবে কেনো এসেছিলে
কেনো তুমি এই ছেলে টাকে, বাবু বলে ডেকেছিলে
তুমি তো তোমার মত হায়, হারিয়ে গেছো অজানায়
বাবুটা কাদত রাতে রোজ, তুমি কি নিয়েছিলে খোজ
তোমার আজ রাগ ভাঙা বে কে, কানামাছি খেলবে কার সাথে
হঠাতই লুকিয়ে সে চোখ দুটো ধরবে তোমার কে
তোমার আজ রাগ ভাঙা বে কে, কানামাছি খেলবে কার সাথে
হঠাতই লুকিয়ে সে চোখ দুটো ধরবে তোমার কে
যাকে আজ পড়ছে এই মনে, সেও কি হাসাতে জানে
তোমার ঐ চুল সরিয়ে সে, বাসে ভালো আলতো পরোশে
তুমি তো তোমার মত হায়, হারিয়ে গেছো অজানায়
বাবুটা কাদত রাতে রোজ, তুমি কি নিয়েছিলে খোজ
তোমায় আজ গান শোনাবে কে, গিটারে ধুলো জমেছে
বাবুটাও যাবে হারিয়ে, সে তো আর আসবে না ফিরে
তোমায় আজ গান শোনাবে কে, গিটারে ধুলো জমেছে
বাবুটাও যাবে হারিয়ে, সে তো আর আসবে না ফিরে
বাবু আর আসবে না ফিরে, প্রেমিকা তোমারই ডোর এ
আখিরাত এ খুঁজবে তোমায় সে, হাজারো বাইনারি ভিড়ে
তুমি তো তোমার মত হায়, হারিয়ে গেছো অজানায়
বাবুটা কাদত রাতে রোজ, তুমি কি নিয়েছিলে খোজ
তুমি তো তোমার মত হায়, হারিয়ে গেছো অজানায়
বাবুটা কাদত রাতে রোজ, তুমি কি নিয়েছিলে খোজ
যদি তুমি জাবেই চলে, তবে কেনো এসেছিলে
কেনো তুমি এই ছেলে টাকে, বাবু বলে ডেকেছিলে
তুমি তো তোমার মত হায়, হারিয়ে গেছো অজানায়
বাবুটা কাদত রাতে রোজ, তুমি কি নিয়েছিলে খোজ
Nice