Tumio Ki Vabo song Lyrics has been sung & composed by Rupak Tiary. Lyrics written by Jayanta Roy. Tumio Ki Vabo Lyrics. Tumio Ki Vabo Song Lyrics. Tumio ki bhabo lyrics. Tumio Ki Vabo Lyrics Rupak Tiary. Tumio Ki Vabo Lyrics Bangla. Download Tumio Ki Vabo MP3 song Lyrics in Bangla and English font.

Song Credits

Song: Tumio Ki Vabo
Singer: Rupak Tiary
Music: Rupak Tiary
Lyrics: Jayanta Roy
Starring: Rupak Tiary, Rimpa Roy

Tumio Ki Vabo Lyrics in Bengali

ঐ মায়াজালে
পাগল আমি এখনো
তোমার চোখে
যে মায়া জড়ানো

এমন খোঁজে জলপরী
নিয়ন রূপকথায়
ফিরে ফিরে ভাবি কেন শুধু তোমার কথায়

তুমিও কি ভাবো আমার কথায় তোমার রূপকথায়
খুঁজে খুঁজে ফেরো কি তুমি আমাকে ঠিক এইভাবে

রোদ এঁকে দেব আকাশে
তুমি এলে আমার কাছে
ভুল করে কোন ডাকনামে
ডেকে নেব তোমাকে
অকারণে রোজ স্বভাবে
ছুঁয়ে দেব হাতটা তোমার
আধো আলো ওই রাজপথে হেঁটে যাব একসাথে

এমন খোঁজে জলপরী
নিয়ন রূপকথায়
ফিরে ফিরে ভাবি কেন শুধু তোমার কথায়

তুমিও কি ভাবো আমার কথায় তোমার রূপকথায়
খুঁজে খুঁজে ফেরো কি তুমি আমাকে ঠিক এইভাবে

Tumio Ki Vabo Lyrics in English

Oi mayajale
Pagol ami ekhono
Tomar chokhe je maya jorano

Emon khonje jolpori
Neon rupkothay
Phire phire vabi kyano shudhu tomar kothay

Tumio ki vabo amar kothay tomar rupkothay
Khunje khunje fero ki tumi amake thik eibhabe

Leave a Reply