The song “Vangte Parbina” was performed by Keshab Dey and features Ankita, Keshab Dey, and Shubho. The mixing and mastering were done by Arnab, while the music was arranged by Arnab Chowdhury. The lyrics of “Vangte Parbina” were written in Bengali by Badal Paul, and the music was composed by Keshab Dey.

Song Details

  • Song : Vangte Parbina
  • Vocal & Music : Keshab Dey
  • Lyrics : Badal Paul
  • Story & Direction : Amit RD
  • Promotional Video & Distribution : Team KD
  • Distribution : Music Planet By Bishal Paul

Vangte Parbina Song Lyrics In Bengali

কাঁদে মন কাঁদে শুধু চোখে কেন জল
আমারে ভেঙে দিয়ে কি সুখ পেলি বল ?
আসেনা ঘুম আসেনা, জেগে কেন রাত
আমার এ চোখ মোছাতে বাড়ায় নি সে হাত।

মরে গিয়ে বাঁচার মানে বুঝে গেছি প্রায়
যে থাকার সে তো নাকি এমনি থেকে যায়,
মরে গিয়ে বাঁচার মানে বুঝে গেছি প্রায়
যে থাকার সে তো নাকি এমনি থেকে যায়,
ফিরে এসে আমাকে আর খুঁজে পাবে না,
পাথর এ মনটা কে আর ভাঙতে পারবে না
আমার এ কান্নার আওয়াজ সইতে পারবে না,
পাথর এ মনটা কে আর ভাঙতে পারবে না
আমার এ কান্নার আওয়াজ সইতে পারবে না।।

শুধু তার চোখে যেন মিথ্যে খুঁজে পাই
তবু যেন সবটা বুঝে আলতো হেসে যাই।

শুধু তার চোখে যেন মিথ্যে খুঁজে পাই
তবু যেন সবটা বুঝে আলতো হেসে যাই,
আমি রোজ থাকবো কাছে বলেছে যে জন
শেষমেশ তারই কাছে ঠকেছে এ মন।

মরে গিয়ে বাঁচার মানে বুঝে গেছি প্রায়
যে থাকার সে তো বারন শুনেও থেকে যায়,
মরে গিয়ে বাঁচার মানে বুঝে গেছি প্রায়
যে থাকার সে তো বারন শুনেও থেকে যায়,
বাড়ালেও দু হাত আমায় ছুঁতে পারবেনা
পাথর এ মনটা কে আর ভাঙতে পারবে না,
আমার এ কান্নার আওয়াজ সইতে পারবে না,
পাথর এ মনটা কে আর ভাঙতে পারবে না,
আমার এ কান্নার আওয়াজ সইতে পারবে না।।

ভাঙতে পারবিনা লিরিক্স – কেশব দে

Kande mon kande sudhu chokhe keno jol
Amare venge diye ki sukh peli bol
Ashena ghum ashena jege keno raat
Amar e chokh mochate baray ni se haat
More giye banchar maane bujhe gechi praay
Je thakar se toh naki emni theke jaay
Phire eshe amake aar khuje pabe na
Pathor e monta ke aar vangte parbe na
Shudhu taar chokhe jeno mitthey khuje pai
Tobu jeno sobta bujhe aalto hese jai
Ami rooj thakbo kache bolche jon
Seshmesh taari kache thokeche e mon
More giye bachar maane bujhe gechi pray
Je thakar se toh baron shuneo theke jaay
Baraleo du haat amay chute parbe na
Pathor e monta ke aar bhangte parbe na

Leave a Reply